নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিনের সেই তুফানসময় মাঝে
কী খুঁজেছিলে তুমি,আমার দুঠোঁটের ফাঁকে?
বলেছিলে-সিগারেট খেলেই তো পারো
কত জনেই তো খায়
মাঝে মধ্যে টান দিয়ে দেখো।
ঝড়ের পরে সিক্ত দেহ নিয়ে
মিষ্টি হেসে বললাম আমি
-কেন চাও মৃত্যুর কর্কশ হাতছানি?
তুমি বেশ রাগ দেখিয়ে উঠলে তেড়ে
-ধুস,আমার মন দিলে খারাপ করে।
তখন বুঝি সময় তোমার পাখির মত উড়বার
তাই ভালবাসি শব্দটি নাচতো বার বার।
হঠাৎ করে আঁধার এলো নেমে
সেই আঁধারে পথ হারিয়ে
আমি
তোমায় শুধু খুঁজি।
নিদ্রাহীন রাত্রিগুলো যাচ্ছে কেটে বেশ
কালো কালো ধোঁয়ার মাঝে খুঁজি ভালবাসার রেশ।
আচ্ছা
তোমার এখন কাটছে সময়,ঝড়ো হাওয়ার বেগে
স্বামীর সোহাগে
উঠছো কী কেঁপে কেঁপে?
যেমন তুমি উঠতে কেঁপে
আমার বাহুর মাঝে।
01/01/2016
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা
নতুন বছরের শুভেচ্ছা।