নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যদি একবার ডাকো-আমি চলে আসবো
রণক্ষেত্র ছেড়ে
তুমি যদি চাও
তবে পুষ্প বৃষ্টি হবে
রাইফেলের নল হতে।
তুমি যদি বল-ভালবাসি
তাহলে আমি বদলে যাবো
আর তারা-
যারা নেই সমাজের মূলস্রোতে
মিশে আছে জঙ্গীবাদে
তারা সবাই তাদের অস্ত্র ত্যাগ করবে
আর বলবে-অনেক হলো
হিংসা-
মৃত্যুর বিভীষিকা;
হানাহানি আর নয়
এবার আমাদের তার কথা শুনতে দাও।
তুমি যদি বিলিয়ে যাও তোমার-
ভালবাসা
অকাতরে
তবে নিশ্চিত যেন-মরুভূমি হয়ে যাবে উর্বর
শস্যক্ষেত্র
আর পৃথিবীর অস্ত্র ব্যাবসায়ীগণ
হবে তার চাষী।
আমি চাই তুমি ভালবাস
-আমাকে
-এই পৃথিবীকে
-সবাইকে।
০৪/০১/২০১৬
০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ শহীদুল ভাই।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩
রক্তিম দিগন্ত বলেছেন: ভাল লাগলো।