আগের লুলামীগুলো-> ১ ২ ৩ ৪
আমার লুল পশুগুলা মারাত্মক রকমের লুলীয় ভাব ধারন করছে। ঘুমাইতে গেলে লুলামী, ঘুম থেইক্কা উইঠা লুলামী, আসতে লুলামী, যাইতে লুলামী, এক কথায় ওরা লুলে লুলে লুলান্বিত হইয়ে যাচ্ছে। আজকে থাকছে তাদের জোড়ায় জোড়ায় লুলীয় কার্যকলাপ! সুভাগমন করুন!! পেক পেক পেক

সারারাত ধইরা কইলাম একটু কাছে আস, একটু কাছে আস। একবার আইসাই আর আসলা না। আমার কি তোমারে কাছে পাইতে ইচ্ছা করে না? তোমারে মাইনাস! কথা কমু না তোমার লগে


একবার আসাতেই যা করছ, ঘাড় ব্যাকা কইরা দিলা! আরেকবার আসলে তো আরো কি কি ব্যাকা করতা আল্লাহ মালুম। আর তোমার মাইনাস?
আই বার্ণ দ্যা ব্লাংকেট অফ ইউর মাইনাস! ওহো! তুমি তো আবার ইংলিশ বোঝ না। এর মাইনে হইল, আমি তোমার মাইনাসের খেতা পুরি!



জান, দেখছ? আল্লাহ আমাদের কি শাস্তি দিছে? কিস কইরাও মজা পাই না। চুক্ষা ঠোঁট থাকায় ফিলিংসও আসে না!


ঠিক বলছ বাবু! হে আল্লাহ, আমাদের শাস্তি দিও না। ফিলিংস আইনা দেউ। পিলিজ, গিভ আস সাম ফিলিংস।



এমা! এই কালা মুখওয়ালী বিলাই আমার পাশে কেন? আমি তো রাইতে আমার জানের কাছে ঘুমাইছিলাম! কেমনে কি হইল?


লাল খাইয়া লোড হইয়া ছিলা তো। বুঝ নাই মনে হয় তুমি? বাই দ্যা ওয়ে, তুমি অনেক ইসমার্ট! কালকের রাইতের পর থেইক্কা তোমারে আমার ভাল্লাগছে! পিরিত করবা আমার লগে?



আইচ্ছা, টিয়া, কও তো, ময়না আমারে কেন ছাইড়া গেছে? আমার তো সবই আছে যা যা ওর দরকার!


আরে বলদা, শাকিপ খানের খোমা আর তোর খোমা মিল কইরা দেখ। ও কত্ত ইসমার্ট। কিরিম মাখে! আর তুই, কাইল্লা। কেন যাইব না তুই ই ক


হে হে হে! এই ক্ষেত মাঝারে মুরগীর বাচ্চা! বহুদিন কচি বাচ্চার হাড্ডি খাই না। আইজকা মিস নাই… লুল সামলাইতে পারতেছি না! ইসটার্ট

স্যার, আমার পিলিজ লাগে এই অবলা মুরগীর বেবীটারে আপনে খাইয়েন না। পিলিজ স্যার!


জান্টুস, আমার না কেন জানি অনেক ভাল্লাগতেছে। মনে হইতেছে আমরা যেন সমুদ্রের তীরে বইসা আছি। সিটটাও অনেক তুলতুলা! আই লাবিউ বেবী!

ভাল লাগবই তো! আমার আগের বয়ফ্রেন্ডের উপরে বইসা তোমার এখনের নতুন গার্লফ্রেন্ডের লগে প্রেম করতেছ। ভাল লাগব না?


ময়নার বাপে তোমারে এই জায়গায় মারছে? ইশশিরে, পাষাইন্না দিল শালার!



বদ কোনহানকার। নিজের চেহারা দেখছ? আমি চাই না তোমার মাইয়ারে দেইখা আমি রাইতের বেলা ডরাই। ফাউ প্যাচাল বাদ দেও। শইল্লে ডলা দেউ।



চল বাবা! আমার মালিকের মেয়ের কুকুরের লগে টাংকি মার! চল আইজকা। তোমার সাথে পেরাইভেট কাম (!) আছে?

আমি পিরিত করছি কোন ভুল করি নাই। মরতে হইলে মাথা উচা কইরা মরুম! বিশ্ববাসী জানব পিরিত করতে গিয়া আমি জান দিছি


আরে, বাবু, আমি তোমারে মারুম না। তোমারে আরেকতা কামে আনছি? তোমাগো এলাকার পাজী বান্দরনী টা আছে না? ওর মোবাইল নাম্বারতা আমারে একটু দেউ। ওরে আমার অনেক ভাল্লাগে। পিলিজ ভাই! দেউ

দিমু, তার আগে কও তুমি আর আমারে এইখানে আসতে বাধা দিবা না? নাইলে ভাগ এইখান থেইক্কা!


আশা ছিল মনে মনে প্রেম করিমু জানের সনে! কিন্তু কিসের কি! জরিনা আমার সাথে বিট্রে করছে দেখে আমি আইজকে খেতার নিচে একলা। জরিনা, তুমি কই বেবী? তুমি কেন এইটা করলা?


নাচ কমলা নাচ!!


ভালই তো এতক্ষন লুলামী দেখলা? কিছু দিয়া যাইবা না? আর শোন, আমার লাইজ্ঞা একটা মাইয়া বিলাই দেখবা? ভালুবাসুম তারে। আর, মাইয়ারারে আমার নতুন তোলা ছবিখানা দিও! যদি পছন্দ করে


এই লও আমার নতুন ছবি!



সবাই আমার এই লুলপশুদের জন্য দোয়া করবেন। তারা যেন লুলামীতেবুয়েট থেইক্কা ফার্ষ্ট ক্লাশ ফার্ষ্ট হইতে পারে!!!

সবাই ভালো থাকবেন
পেক পেক পেক