
উনি সবসময় ব্যাপক মুডে থাকেন। যেদিন থেইকা বন্দুক হাতে দিছি সেইদিন থেইকাই খালি “ঠাই ঠাই ঠাই” করতে থাকে। থামাথামি নাই!


উনি বাড়ির বাহিরে যান না। উনার ভাষায় উনি অনেক সুন্দর তাই শত্রুরা তাকে নিয়ে গিয়ে…… ……!!! তাই উনি ঘরের ভিতরে প্রশিক্ষন নিচ্ছেন!


উনি আবার কুংফুতে খুব পারদর্শী। এইটা তার অনেক প্রিয় একটা মুভ!


উনারা দুইজন দুইজনরে ছাড়া থাকতেই পারে না (পিরিতি একটু বেশী!) তাই বন্দুক নিয়াও সবসময় একসাথে থাকে।


উনি আমেরিকানগো মতো সবসময় বন্দুক তাক কইরা থাকে। কিন্তু গুল্লি ছুড়ে না। উনার নাকি হাত কাপে! বুকে ধকধক করে! এইজন্য ফাউ ভাব নেন উনি।


উনি বেশী দৌড়াইতে পারেন না। কিন্তু তাতে কি? উনার গায়ে জোর আছে অনেক। বন্দুক্টা দেখেন। উনার শরীরে সাথে মানাইছে!


উনি ঘরের ভিতরে কোন শত্রু আসলে সেইটা ঠেকানোর জন্য সবসময় প্রস্তুত। মুভখানা দেখেন না?


উনি যে এমন বিজ্ঞ তা আমি জানতাম না। সেইদিন গোসল থেইক্কা আইসা দেখি এই জিনিসকাহান নিয়া কারবারি করতাছে। কি কর জিগাইতেই কয় “এইটা দিয়া দেখি সুন্দর মাইয়া বিলাই দেখা যায়!”


উনি একখান বস পশু। উনার কাছে মাফ নাই। সামনে পাইলেই খুল্লুস!


উনি কিন্তু কিছু শিখতেছেন না। বন্দুক পাহারা দিচ্ছেন!!

এই হলো ঝিঁঝিঁ’র লুল পশুদের প্রশিক্ষনের কিছু মুহূর্ত। আমার লুল পশুগুলা কিন্তু নাচা গানায় অনেক পারদর্শী। তাদের অবসর টাইম তারা নাচা গানা করেই কাটাইয়া দেয়। দেখেন কিছু জিনিস

ইস্টিং ডিস্টিং ঘন্টা বাজে, মনে ভিতর বান্দর নাচে।


তোমায় ছেড়ে বহুদূরে যাব কোথায়, একজীবনে এতো প্রেম পাব কোথায়?


আই এম এ ডিস্কো ডান্সার!


আকাশে বাতাসে চল পাখি ওড়ে চল ডানা মেলে রে……


তুমি আমার প্রানের চেয়ে প্রিয়………


নাচ কমলা নাচ!!

পোষ্টের শেষ প্রান্তে আইসা একখানা আজিব ছবি

উনি কে তাতো বলার দরকার নাই! আমাদের সবার প্রিয়… … … উনি কোন বন্দুক ধরতে পারেন না দেখে উনার সাথে বন্দুক বাইন্দা দেয়া হইছে।
আমার আগের লুল পশু সমগ্র
লুল পশু ১
লুল পশু ২
লুল পশু ৩
সবাই ভালো থাকবেন... ... ... সবাইকে ঐতিহাসিক ১২ মার্চের শুভেচ্ছা!!!
পেক পেক পেক