আল্লাহ পাক এই পৃথিবী টাকে সৃষ্টি করেছেন মানুষের জন্য।এখানে কত আনন্দ,কত সুখ,হাজারো অনুভবের কি বিচিত্র রূপ ছড়িয়ে আছে!এতটুকু জীবনে পুলকিত হবার মতো কত আনন্দময় মুহুর্ত অতিক্রম করছি।এক মায়ের ভালবাসা কত সুখ দিয়েছে,কত তৃপ্তি দিয়েছে,নিশ্চিন্ত নির্ভরতার আশ্রয় দিয়েছে...।আম্মু,মা,মাগো, মা আমার...তোমার বুকের মমতা থেকে যে হতভাগা বঞ্চিত হয়েছে,পৃথিবীর কোন সুখ তার সে অভাব পূরণ করতে পারে?মা,তোমার কথা বলব বলে ভেবেছিলাম,কিন্ত পারছি না,মা মনি!পৃথিবীতে আনন্দের সুবাস ছড়ানো অনেকটাই সহজ...কিন্ত বুকের ভেতর জমে থাকা কষ্টকে কিভাবে বিলানো যায়।মা আমার,আমি তোমার জন্য দোয়া করব।পৃথিবীর সব সন্তানে রা তাদের মায়ের জন্য দোয়া করবে।তোমার জন্য আমি আমার রবের কাছে এমন সুখ চাইব,যেখানে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না মা!তুমি তোমার সন্তান দের বুকের কাছে রেখে শুধু শান্তির সাগরে ভাসবে...কোন দু:শ্চিন্তা থাকবে না,কোন অসুস্থতা থাকবে না...হে মালিক,আমার মা কে, পৃথিবীর সব মা কে তুমি ভালো রাখ। আমাদের অসহায় মা যেন শুধু তোমাকে স্মরন করে,তোমার কাছে বুকের সব ব্যথা ঢেলে দিয়ে প্রশান্তির চাদরে নিজেকে জড়াতে পারে।প্রভু আমার,আমাদের কে তুমি মায়ের চোখ শীতল কারী সন্তান বানাও।আমাদের মা যেন আমাদের দেখে বেহেশতের সুখ অনুভব করে।
আমারি মা,মা জননী,
আমারি সুখের ঠিকানা।
দু:খকে হায় শুধু ভুলে যায়,
কান্নাকে হায় আচলে লুকায়
সাজাতে আমার আঙ্গিনা...