পিরিয়ড চলাকালীন রোজা রাখার বিধান নেই।
তবুও বাংলাদেশে অনেক নারী তথাকথিত চক্ষু লজ্জার কারণে রমজানে পিরিয়ড চলাকালীন না খেয়ে থাকেন অথবা পুরুষদের আড়ালে লুকিয়ে খান।
আমাদের সমাজ-সংস্কৃতি এমন কিছু লজ্জা মানুষের উপর চাপিয়ে দিয়েছে, বিশেষ করে নারীদের উপর, যা ইসলামের প্রাথমিক যুগেও ছিল না।
এইসব অনাবশ্যকীয় লজ্জা ঝেড়ে ফেলুন। নারীরা পিরিয়ড চলাকালীন রোজা রাখবেন না, সেহরি খেতে হবে না, দিনে স্বাভাবিকভাবে পানাহার করুন।
ঘরের বা অফিসের পুরুষরাও খেয়াল করুন, আপনাদের কারণে কোন নারীকে যেন বাধ্য হয়ে পিরিয়ডের সময় উপবাস না করতে হয়।
যে সব ক্ষেত্রে শরীয়তে রোজা রাখার বিধান নেই, সেসব ক্ষেত্রে না খেয়ে থাকলে রোজা হবে না। এটি লজ্জার, ধামাচাপা দেবার, বা ঠাট্টা-উপহাসের বিষয় না।
প্রশ্নের জবাবে একজন ম্যাচিউরড নারী যদি বলেন, "আমার পিরিয়ড চলছে তাই রোজা রাখছি না", এটা শুনে একজন পুরুষ ম্যাচিওর আচরণ করবেন বলে আশা করি।
- সাইফ সামির
২২ মার্চ ২০২৩