অণু কথা সমগ্র- ২
★ মাথায় স্কার্ফ দিয়ে লাভ কি মেয়ে? যে টাইট জিন্স ও টাইট টপস পড়েছ তাতে তো অবয়ব সুস্পষ্ট। তোমার লজ্জা কি সব মাথায় নাকি? (১৫.১০.১২)
★ প্রিয় লেখকদের সঙ্গে সরাসরি কথা বলতে নেই, মোহ ভঙ্গ হয়ে যায়। (১৬.১০.১২)
★ জগতে একটি জাতি আছে, সে জাতির নাম ফেসবুক জাতি। এই জাতির পিতা মার্ক জাকারবার্গ। আমরা তার যোগ্য-অযোগ্য ভার্চুয়াল সন্তান-সন্ততি।

★ আমি অনেক কিছুই পারি না। আমি সাঁতার কাটতে জানি না, আমি সাইকেল চালাতে পারি না, আমি বাংলা টাইপিং পারি না। একটা কাজ আমি মোটামুটি পারি। আমি লিখতে পারি। আমি কাগজে-কলমে বা ভার্চুয়াল কী-বোর্ডে মাউস টিপে টিপে বাংলায় লিখতে পারি। (১৫.১০.১২)
★ বস্তা বস্তা ছবি আপলোড করা ছাড়া ফেসবুকে আর কোন কাজ নাই? (১৬.১০.১২)
★ তোমার স্বাধীনতা তোমার কাছে থাকুক জমা / আমার স্বাধীনতা ফিরিয়ে দাও হে প্রিয়তমা! (১৬.১০.১২)
★ সেক্স করার জন্য মেয়েদেরকে পয়সা খরচ করতে হয় না। এটা তারা ফ্রিতেই পেতে পারে। মানেন আর না মানেন- এটাই নারী-পুরুষের প্রধান তফাৎ। (১৬.১০.১২)
★ আমি নারী বিদ্বেষী না, পুরুষবাদী না, আমি নারীদেরকে ভালবাসি। তাই বলে নারীবাদী না, নারীর অধিকার সচেতন। (১৬.১০.১২)
★ অতি সন্ন্যাসীতে যেমন গাঁজন নষ্ট, তেমনি 'অতি গুণে' আমি নাকি নষ্ট হয়ে গেছি! আমার যত্তোসব বেসামাল বে-গুণ! (১৭.১০.১২)
★ যেদিন আমার চিন্তাধারা সবার চিন্তাধারার সঙ্গে মিলে যাবে- বুঝতে হবে আমি নিঃশেষ হয়ে গেছি। (১৭.১০.১২)
★ আমাদের মহান সরকার তো ফেসবুক বন্ধ করতে, পত্রিকা বন্ধ করতে, ইউটিউব বন্ধ করতে- সর্বোপরি বন্ধ করার কাজটাতে মাননীয় ওস্তাদ। তাই ভাবছি এই হুজুগে বিজ্ঞ সরকারের কাছে স্টার প্লাস ও স্টার জলসা বন্ধ করার জন্য আবেদন করবো। সরকারকে বুঝতে হবে চ্যানেলদুটি ইউটিউব-ফেসবুকের চেয়ে ক্ষতিকর। (১৭.১০.১২)
★নিজেকে জ্ঞানী ভাবাটা ভণ্ডামি না। কিন্তু জ্ঞান বিতরণের প্রধান পরিবেশক ভাবাটা সাক্ষাৎ ভণ্ডামি। (১৮.১০.১২)
★ আমাদের দেশে হবে সেই 'আবুল' কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে? (১৯.১০.১২)
★ কিছু মেয়েকে দেখি সিগারেট খেতে। বুঝলাম না, সিগারেট খাওয়াটা কি একটা বাহাদুরি? নাকি ছেলেরা পারলে মেয়েরা কেন পারবে না - এমন কিছু? (১৯.১০.১২)
★ সিগারেট খাওয়াটা কোন অপরাধ না। আসুন দল-মত-শত্রু-মিত্র-কিশোর-কিশোরী-তরুণ-তরুণী-নারী-পুরুষ-বুড়া-বুড়ি-ভাই-বোন সবাই মিলে আমরা সিগারেট টানি। সিগারেটে নিকোটিন নামে চমৎকার একটি ভাইটামিন আছে। যা দুর্বলে যোগায় শক্তি, সবলে যোগায় বিচক্ষণতা। নারীতে যোগায় পৌরুষ, পুরুষে যোগায় কামাত্মা। ছোটতে যোগায় বড় হওয়ার সুবিধা। সিগারেট আপনার স্মার্টনেস বাড়িয়ে দেবে বহুগুণ। বেড়ে যাবে আপনার সৃজনশীলতা, বাড়বে বন্ধু মহলে জনপ্রিয়তা।
মেয়েদেরকে সিগারেট ধরার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সিগারেট খেলে ছেলেরা আপনাদের দিকে সমীহর চোখে তাকাবে। ভুলেও কাছে ঘেঁষতে সাহস পাবে না। সমাজে ছেলেদের কাতারে পৌঁছতে হলে সিগারেটের কোন বিকল্প নেই।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: সিগারেট খেলে মাথা ঘোরা, বমি বমি ভাব, পেটে ব্যথা এমনকি ডায়রিয়া হতে পারে। এমন অবস্থায় সরাসরি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোসদন হসপিটালে নিয়ে যাওয়ার পরামর্শ থাকলো। (১৯.১০.১২)
★ গর্ব জিনিসটা খারাপ না, এমন কি অহংকারও খারাপ না, যদি যৌক্তিক হয়। এই যেমন আমরা আমাদের বাংলা ভাষা নিয়ে গর্ব করি, অহংকার করি। এটা কি খারাপ? (২১.১০.১২)
★ আবেগে কি না হয়? আবেগে জাতি ধ্বংস হয়, আবেগে দেশ স্বাধীন হয়। আবেগে অসম প্রেম হয়, তাজা প্রেমে বিরহ হয়। আবেগে আবুল-সাহারা-দিপু মন্ত্রী হয়, অ্যানালগ দেশ ডিজিটাল হয়। আবেগে হাসিনার মুখ আলগা হয়, খিস্তি-খেউর নিঃসৃত হয়।
বি.দ্র. গণতন্ত্র বলে, জনগণ সরকারকে নয়, সরকার জনগণকে ভয় পাবে। (২১.১০.১২)
★ লইট্যা মাছ আর বাঁধাকপি দিয়া ভাত খাইলাম, অতঃপর ফালুদা! : )``
অনেকদিন পর একটা সত্যিকারের 'স্ট্যাটাস' দিলাম! হা হা হা

★ আমি আমার মতোই। আমি কারও মন মতো হতে পারবো না। আমি যেমন তার জন্যই আমাকে ভালোবাসুন বা ঘৃণা করুন অথবা কিছুই না করুন - সম্পূর্ণ স্বাধীনতা আপনার আছে। আমি আমার মতোই আছি, ছিলাম, থাকবো। যদি কখনও বদলে যাই, আমার মতো করেই বদলাবো। সবাই বলতে গেলে এমনই। তাই নয় কি? (২২.১০.১২)
অণু কথা সমগ্র- ১
_____
অনিবার্য কারণে এটি কোন বঙ্গ ললনার ছবি না হলেও এমন দৃশ্য আমাদের চোখে পড়া আজকাল আর 'অস্বাভাবিক' নয়। সিগারেট তো মামুলি ব্যাপার, বাঙালি নারীরা নাকি আরও এগিয়ে গেছে। বিপথে এগোনোটা জাগরণ না পতন, কে বলবে?
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৯