ছন্দ নেই, দ্বন্দ্ব নেই
অর্থনীতির মন্দা নেই, ভালবাসার ধান্দা নেই
নিজগুণে মিলন নেই, ঝোপঝাড়ে প্রেম নেই
প্রতিটি নিঃশ্বাস দুঃখমাখা
আকাশেতে চাঁদ নেই, চাঁদে আমার জমি নেই
সূর্যে আলো নেই, অন্ধকারে লীলা নেই
ইলিশে মজা নেই, কবিতার ভাত নেই
নিলাজ দীর্ঘশ্বাস হয়ে ওঠা
আড়িপাতার বালাই নেই, পরকীয়ার মালাই নেই
বেডরুমের দরজা নেই, ঘড়িতে কাঁটা নেই
চাবিতে দম নেই, দমে নেই ভালবাসা
রাতদিন অস্থিরতার ষোলকলা
মুখেতে গালি নেই, সৈকতে বালি নেই
বাগানে মালি নেই, শবঘরে লাশ নেই
ডাস্টবিনে কাক নেই, মৈথুনে ঝোঁক নেই
পাশ ফিরে তুমি নেই, ভালবাসার জানালা খোলা।