জনাব খালেদ মাসুদ, অনেক ধন্যবাদ আপনার লিখার জন্য।আমি অন্ধ আওয়ামী সমর্থকদের ওই পোস্ট পড়া থেকে বিরত থাকতে বলেছিলাম। কারন তারা ভুল করে লিখক কে চিনতে। আপনিও ভুল করেছেন আমাকে চিনতে। কারন???
আপনার ধারনা আমি বি এন পি সমর্থক??? এটাই তো ভুল। আওয়ামীলিগের বিরুদ্ধে কিছু লিখলেই তাদের ধারনা, হয় রাজাকার অথবা জাতীয়তাবাদি অপশক্তি। আপনার ধারনা এর ব্যাতিক্রম কিছু নয়। আপনি সাধারন নিরপেক্ষ মানুষ হিসেবে ভাবতে পারেন নাই।
আসুন আবার আপনার যুক্তি খন্ডনে যাই,
***আপনি বলেছেনঃ তবে আপনি কিভাবে যেন একটা সত্যি কথা বলে ফেলেছেন । ধর্ম ভিত্তিক রাজনীতির অর্থ সত্যিই অনেক গভীর । আর জামাত যেটা করে সেটা সোজা কথায় বাটপারী, সেখানে পুরোটাই রাজনীতি (সেটাও নিকৃষ্ট শ্রেণীর), ধর্মের সামান্যতম ছোঁয়াও নেই তাতে । তাহলে কি দাড়ালো? আপনার কথামতেই, সরকার আসলে জামাতের বিরুদ্ধে, ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে না । বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষকে কোনঠাসা করার রীতি আপনি আগে দেখেন নি? এরশাদ বা খালেদা জিয়া সেটা করেন নি? রাজনৈতিক প্রতিপক্ষকে কোনঠাসা করাকে আপনি কোন যুক্তিতে ধর্মীয় রাজনীতি ভাবেন কে জানে । অবশ্য আপনার টানটা যদি জামাতের জন্য হয় তাহলে ভিন্ন কথা ।
আমার খন্ডনঃ আমি কি বলেছি জামাত ভালো দল? সাধু সন্নাসীদের দল? আমি বলেছি আওয়ামিলীগ জামাতের চাইতেও বড় ভন্ডের দল। এই বাক্য দ্বারা আমিতো স্বীকার করে নিয়েছি জামাত ভন্ড কিন্তু আরো বলেছি আওয়ামী আরো বড় ভন্ড।এখানে তো আমি কোনো রাখ ঢাক করি নাই। তাহলে এলো মেলো কথা বলতেছেন কেন? এরশাদ, খালেদা করেছে যা করেছে বিরোধী দলকে কোনঠাসা করার জন্য, সেই জন্য আওয়ামীলীগ কেও করতে হবে তাই না? বাহ বাহ বেশ ভালো প্রতিহংসার রাজনীতি আপনার মধ্যেও আছে। খুব ভালো আওয়ামীলীগ-বিএনপি-জামাতের মধ্যে ব্যাবধান আস্তে আস্তে কমে আসছে। এটাই দিন বদলের নমুনা।
আপনি বলেছেনঃ যাহোক, আওয়ামী লীগ একটা চুক্তি করলো বলেই আপনাদের এত্তো রাগ? নাকি আপনাদের একটা অংশ ছুটিয়ে এনেছিলো বলে রাগটা বেশি? আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনীতি সাধু-সন্ন্যাসীদের জন্য? সাধু-সন্ন্যাসীদের পক্ষে শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর কোথাওই রাজনীতি করা সম্ভব না । দালাই লামাও এখন আমেরিকাতে গিয়ে পিজা খায়, জানেন না? বাংলাদেশের রাজনীতিতে একজন মানুষ দেখান তো যিনি ১০০ ভাগ সৎ । এদেশের রাজনীতিতে ক্ষমতায় যাওয়াটাই আসল। আর আওয়ামী লীগের জন্য সেটা মনে হয় জান বাচানোর মতই ফরজ । ২০০১ এর নির্বাচনের পর থেকে সরকারী পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের কতজন প্রথম সারির নেতাকে হত্যা করা হয়েছে বলুন তো । ও থুক্কু, আপনারা তো বলেন ২১শে আগষ্ট হাসিনা নিজেই নিজের উপর গ্রেনেড ছুড়ে মেরেছিলো । আপনি যে চুক্তির কথা বলছেন সেটা ছিলো আব্দুল জলিলের স্বাক্ষরিত, হাসিনার স্বাক্ষর ছিলোনা বলেই চুক্তিটা শেষ পর্যন্ত হয়নি (এখন হাসিনার সম্মতিতে জলিল স্বাক্ষর করেছিলো, নাকি সে তার নিজের বুদ্ধিতে করেছিলো সেটা নিয়ে আপনি আমি সারাদিন সারারাত গলাবাজি করতে পারি, তাতে প্রমাণ হবে না কিছুই) । চুক্তিটা যদি হতোও আপনি কি মনে করেন সেটা বাস্তবায়ীত হতো? মনে আছে সেই সময় এরশাদের সাথেও একটা চুক্তি হয়েছিলো মহাজোট ক্ষমতায় গেলে এরশাদকে রাষ্ট্রপতি বানানোর জন্য । সেটা নিয়েও তো নির্বাচনের আগে বিএনপি-জামাত অনেক হইচই করলো, সেটা কি বাস্তবায়িত হয়েছে?
আমার খন্ডনঃ ভাই আপনি বারে বারে বি এন পি-জামাতের কথা নিয়ে আসেন কেন? একটু নিরপেক্ষ ভাবে চিন্তা করতে পারেন না? আচ্ছা বেশ বেশ তার পরো নিরপেক্ষ ভাবেই আপনার কথা গুলো ভেঙ্গে দেই।আব্দুল জলিলের সাধ্য নেই হাসিনার পারমিশন ছাড়া এই চুক্তিতে স্বাক্ষর করবে।হাসিনার পারমিশনেই সব হয়েছে। কিন্তু দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হওয়ায় হাসিনা এই চুক্তিতে সই করেন নাই। আর গিনিপিগ বানানো এবং দোষ চাপানো হয় জলিলের উপর। হায় রে নেত্রী!!!! বিরোধি দল যাতে ইস্যু না পায় সেই জন্য ও এরশাদ কে রাস্ট্রপতি বানানো হয় নি। আওয়ামিলীগের জটিল পলিটিক্স, হে হে হে
ও হ্যা আরেকটা কথা মনে করিয়ে দেই। এরশাদ যখন নির্বাচনের আগে বিএনপি তে যোগদানের কথা বলেছিলেন তখন আপনার নেত্রী কি বলেছিলো জানেন? চোর আর স্বৈরাচার এক সাথে জোট বেধেছে। হে হে হে। আবার এই স্বৈরাচারি যখন আওয়ামীলিগের সাথে জোট বাধে তখন আপনার নেত্রী এই স্বৈরাচার কে সম্বোধন করেন, জেনারেল এরশাদ সাহেব বলে। হে হে হে হে হে হে। খালি হাসতেই আছি, আওয়ামী ভন্ডামি দেখে।
***আপনি বলেছেনঃ
একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মূলনীতি হচ্ছে রাষ্ট্র সজ্ঞানে তার কর্মকান্ডে কোন একটি (বিশেষ) ধর্মকে সমর্থন করবেনা এবং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে নিজ নিজ ধর্ম পালনে যথাসম্ভব সহযোগীতা করবে । এখন আমাকে বলেন, একজন ধর্মনিরপেক্ষ মানুষ মসজিদে নামায পড়তে গেল বা গীর্জাতে পূজা দিতে গেল, তাতে তার ভন্ডামী প্রকাশ পেল কিভাবে? ধর্মনিরপেক্ষতার কথা বলে, তাই আওয়ামী লীগের নেতা কর্মীদের মসজিদে যাওয়া ও অন্যান্য ধর্মীয় আচার আচরনও আপনারা বন্ধ করতে চান? অন্যের ধর্মকে সম্মান দেওয়ার কথা পবিত্র কুরআনেও বলা আছে । কুরআন শরীফে এটাও বলা আছে, তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে কাফের বলো না । আপনারা কোন কুরআন মানেন তা আল্লাহ পাকই জানেন ।
আমার খন্ডনঃ সেকুলারিস্ট চিন্তা ভাবনায় আপনার অনেক ঘাটতি আছে। সেকুলারিজম সম্পর্কে ভালো ভাবে পড়ে নিয়েন। অযৌক্তিক তর্ক করে লাভ নাই। আর যদি বলতে চান আওয়ামী সেকুলারিজম তাহলে আমার বলার কিছু নাই।
***আপনি বলেছেনঃ
আর বিএনপি-জামাত জোট ২০০১ এ ক্ষমতায় এসে সংখ্যালঘুদের যেভাবে আদর করেছিলো সেটা মনে রাখলে তো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সামনের ১০০ বছরেও বিএনপি-জামাত জোটকে ভোট দেওয়ার সাহস করার কথা না । আপনি বলেছেন, আমরা সবাই বাংলাদেশী, সংখ্যা লঘু কথাটি আসবে কেন? এসব বই্য়ের কথা, বাস্তবতা কিন্তু ভিন্ন । বাংলাদেশে সংখ্যালঘু হওয়ার জ্বালা সংখ্যালঘুরাই জানে । কপাল খারাপ তাই কিছু ঘটনায় আমাকেও জড়িয়ে যেতে হয়েছে তাই আমি জানি । এর মধ্যে প্রতারনার কি হলো তা তো বুঝলাম না। আর আপনি যে কোন ঘরানার মানুষ আর সংখ্যালঘুদের সম্পর্কে আপনার ধারনা যে কি সেটা তো বুঝতেই পারলাম যখন আপনি তাদের সম্বোধন করলেন মালাউন নামে ।
আমার খন্ডনঃ জমি জমা সংক্রান্ত বিরোধের কারন কেও আওয়ামী ভন্ডলীগ সংখ্যা লঘু নির্যাতনের কল্পিত রুপ চড়িয়েছে। আমি যদি বলি সংখ্যা গুরু নির্যাতনও হয়েছে বিভিন্ন কারনে। তাহলে?? হিন্দুরা আক্রান্ত হলেই নির্যাতন? আর মুসলমানরা আক্রান্ত হলে ন্যায় বিচার? বাহ বাহ ভালইতো জানেন।
সংখ্যা লঘু নির্যাতন হয়েছে তা আমি জানি। কিন্তু আওয়ামী ভন্ডের দল এটাকে অতিরঞ্জিত রুপ দিয়েছে।
পরিশেষে আপনাকে ধন্যবাদ দিব কারন আপনি স্বীকার করেছেন আওয়ামীলীগ ধোয়া তুলসি পাতা নয়। কিছু দোষ ত্রুটি স্বীকার করে নিয়েছেন। আরো স্বীকার করে নিয়েছেন ক্ষমতায় যাওয়া আওয়ামীলীগের জান বাচানোর মত ফরজ ছিলো। অনেক অনেক ধন্যবাদ আপনার স্বীকারোক্তির জন্য। আমি আশা করবো আপনার দল ভন্ডামি বাদ দিয়ে দেশের মানুষের জন্য ভালো কিছু করবে।
পোস্টের লিঙ্কঃ Click This Link
Click This Link