লোকে বলে কীর্তিমানের মৃত্যু নেই।আমিও বলি তাই। প্রতিটা মানুষই তার কর্মগুনে অমর হয়ে থাকেন।শিল্পির তৈরি শিল্প কর্ম শিল্পিরকাজের যথার্থতা দেয়। তেমনি ব্লগারদের লিখাও এক একটা শিল্প। একেক জন ব্লগারের লিখা একেকটি ব্লগ অনবদ্য সৃস্টি। একেক জনের চিন্তা চেতনা, লক্ষ্য সব কিছুই তার ব্লগের লেখনিতে উঠে আসে। এই সামুতে অনেক জন প্রিয় দুর্দান্ত ব্লগাররা ছিলেন, সময়ের আবর্তনে আজকে তারা কালের স্রোতে হারিয়ে যেতে বসেছেন। কিন্তু রয়েগেছে তাদের লিখা অনেক ব্লগ। নতুন অনেক ব্লগার এই ব্লগে এসেছেন কিন্তু তাদের পুর্বসুরীরা আসলেই অনেক ভালো লিখে গেছেন, যা নতুনদের জন্য একটা দীক্ষা হয়ে থাকবে।মাঝে মাঝে তাদেরকে অনেক মিস করি। ইসসস তারা থাকলে এই ব্লগটি কতই না সমৃদ্ধ হতো।কিন্তু পরক্ষনেই ভাবি, আমিওতো একদিন ব্লগ লিখা ছেড়ে দিতে পারি, জীবনের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজে ব্যাস্ত হয়ে হয়ত সামু কে ভুলে যাব, কিন্তু থেকে যাবে আমার লিখা ব্লগ। আজকে থেকে বহু বছর পরেও যখন কেঊ আমার ব্লগ পড়বে, আমাকে চিন্তে জানতে পারবে, যেমনটি আমরা তাদের(হারিয়ে যাওয়া ব্লগার) সামুর অতীতের পাতায় খুজে পাই।সৃতির অতল গহবরে হারিয়ে যাওয়া ব্লগে আমাকে খুজে পাবে নতুন ব্লগাররা তাদের কম্পিউটার স্ক্রিনে।আল্লাহর কাছে দোয়া করি সেই পুর্বতন ব্লগারদের জন্য তারা যে যেখানেই থাকুন না কেন যেন সব সময় ভালো থাকেন।
কিংবদন্তির অনেক ব্লগারদের মধ্যে থেকে, কয়েক জনের লিঙ্কঃ
Click This Link
Click This Link
http://www.somewhereinblog.net/blog/titu019
http://www.somewhereinblog.net/blog/irtejablog
http://www.somewhereinblog.net/blog/dollblog
http://www.somewhereinblog.net/blog/nahiidblog