সম্মানিত ব্লগার গন, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন। আমি আজকে সেফ হয়েছি। অনেক দিন পর প্রথম পাতায় আবার এক্সেস পেলাম। মডারেটর দের অশেষ কৃপায়, ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেল আই তে ফ্যাশন শো বা সুন্দরি প্রতিযোগীতা নিয়ে একটা ব্লগ লিখা হয়েছিলো, ঐ ব্লগে কমেন্ট করেই বিরাট এক অপরাধ করে ফেলেছিলাম।
১)তবে আমি মনে করি কাওকে ব্যান বা জেনারেল করার আগে নোটিশ বা সতর্ক বার্তা দেয়া উচিত। সবথেকে ভালো হয় ব্লগে উমুক্ত নোটিশ বোর্ড থাকা, কে কি কারনে ব্যান,ওয়াচ বা জেনারেল হচ্ছে তা সেখানে দেয়া। এই ব্যাপারে অন্য ব্লগারদের থেকে ভোটা ভুটি নেয়া। আমি মনে করি এটাতে সচ্ছতা আসবে।
২) এমন সব ব্লগারদের প্রথম পাতায় এক্সেস দেয়া হচ্ছে, যারা দুই একটা লিঙ্ক দিয়ে ব্লগ লিখে শেষ করে দেয়, আবার কেউ সংবাদ পত্রের শিরোনাম এবং লিঙ্ক মেরে দিয়ে লিঙ্ক দিয়ে ব্লগ শেষ করে দেন, এতে ভালো ব্লগ দ্রুত প্রথম পাতা থেকে সরে যায়। তাই ব্লগারদের গ্রস পয়েন্ট বা কোয়ালিটি রেটিং করা দরকার। মানে ব্লগার যারা আছেন তাদের ব্লগের লিখার মান অনুযায়ী যারা প্লাস/মাইনাস পেয়ে থাকেন, তার ভিত্তিতে ব্লগ প্রথম পাতায় সেই সময় থাকবে।
৩) মফিজ, কুদ্দুছ বা আলম যেই রেজিস্ট্রেশন করুক না কেন, এক সময় না একসময় তারা সেফ হবেই, আর তারা আউল-ফাউল লিখা দিয়ে ভরে ফেলে, সারা দিনে দুই একটা ভালো পোস্ট ছারা সবই বাজে পোস্ট বলা যায়। আমি মনে করি , রেজিস্ট্রেশন করার পর তাকে ভালো লিখা এবং কম পক্ষে ১০ টি লিখা পোস্ট করতে হবে তাহলে তাকে সেফ করা যেতে পারে। কারন হিসেবে আমি বলব, অনেক ব্লগের নিক দেখবেন ৬ মাস বা এক বছর ব্লগ লিখছে কিন্তু পোস্ট করেছে ২ টি বা ৩টি কিন্ত তারা কমেন্ট করেছে ৪/৫ হাজার। তার মানে ভালো ভাবেই বোঝা যাচ্ছে তারা অনেক ভুয়া নিক ইউজ করছেন শুধু ফ্লাডিং করার জন্য বা মাইনাস /প্লাস দিয়ে ভরিয়ে ফেলার জন্য, ব্লগ লিখা তাদের মুখ্য উদ্দেশ্য নয়।
৪) অনেক ছেলে ব্লগার, মেয়ে নিক নিয়ে রেজিস্ট্রেশন করে থাকে এবং আতেলামি করে থাকে হিট বাড়ানোর জন্য, এটা কি ভাবে রোধ করা যায়? আপনাদের থেকে উপদেশ আশা করছি।