দশম শ্রেণির কেমেস্ট্রি ক্লাস চলছে। নিয়মিত স্যার অসুস্থ হয়ে যাওয়ায় অন্য একজন স্যার পড়াতে আসলেন। যিনি ছিলেন বেশ কড়া মেজাজের। স্যারের একটা সমস্যা ছিল। স্যারন 'হ' বলতে পারতেন না। যেমনঃ লোহাকে লোখা বলতেন অর্থাৎ হ কে খ বলতেন।
তো তিনি সেদিন পড়াতে এসে নতুন কোনো পড়া না পড়িয়ে আগের পড়ানো অধ্যায় থেকে প্রশ্ন করতে লাগলেন। ক্লাসের একজনকে জিজ্ঞাসা করলেনঃ খ্যালোজেন কি? স্টুডেন্ট ভাবলো মনে হয় আরবের কোনো বিজ্ঞানীর হয়তো হবে। তাই সে বলল বিখ্যাত আরব বিজ্ঞানী। ফলাফল অনুমেয়। বেত্রাঘাত। এরপর অন্য কয়েকজনকে জিজ্ঞাসা করলেন। কিন্তু কেউ আর পারে না!!
স্যার কয়েকজনকে পিটিয়ে হতাশ হয়ে গেলেন। স্যার বললেনঃ পড়ালেখা না করে সারাদিন কি করিস? খ্যালোজেন কি পারিস না! এ কাদেরকে আমি পড়াতে আসলাম! কয়েকদিন পরে নাকি আবার এস.এস.সি. পরীক্ষা দিবে! .....
পরে একজন উত্তর জিজ্ঞাসা করায়, স্যার বললেনঃ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন,............ এদেরকে খ্যালোজেন বলে।
তখন একজন স্টুডেন্ট বললো স্যার এগুলোতো হ্যালোজেন! খ্যালোজেন না।
স্যার বললেনঃ কেনো আমি তো খ্যালোজেনই বলেছি, খ্যালোজেন কখন বললাম?