
-লাইসেন্স দেখি?-তরুণীর লাইসেন্স খুঁজলেন পুলিশ অফিসার।
-লাইসেন্স কী জিনিস?
-লাইসেন্স চেনো না?ঐ যে চৌকোণা একটা জিনিস যেখানে তোমার ছবি থাকে...।
অফিসারের কথা শুনে তরুণী হাতব্যাগ থেকে একটা ছোটো আয়না বের করে দিল।
আয়না দেখে অফিসার বললেনঃ আরে আগে বলবেন তো আপনি একজন পুলিশ অফিসার,
তাহলে তো অনেক আগেই ছেড়ে দিতাম.!






