‘নিয়োগ দেয়া হইবে’ এমনি বিজ্ঞাপন দেখে বন অফিসে যোগাযোগ করতে গেল পল্টু....

বন অফিসের কর্মকর্তা এদিক-
ওদিক দেখে নিয়ে পল্টুর কানের
কাছে এসে ফিসফিস করে বলল,
‘আপনার কাজটা খুবই গোপনীয়! শুনুন, আমাদের এখানকার বনে পশু পাখির সংখ্যা দিনদিন হ্রাস পাচ্ছে, তাই পর্যটকের সংখ্যাও
কম। পর্যটকদের আকর্ষণ করতে আমরা আপনাকে একটা বাঘের
পোশাক পরিয়ে দেব, সেটা পরে আপনি বনে ঘুরে বেড়াবেন।

রাজি আছেন কি না, বলেন?’
সাত-পাঁচ ভেবে নিয়ে পল্টু উত্তর দিল, ‘রাজি’!

অতঃপর বাঘ সেজে বনে ঘুরে বেড়ায় পল্টু। মাঝেমধ্যে দু-
একটা মানুষকে ভয়ও দেখায়।

ভারি মজায় দিন কাটছিল তার।

কিন্তু হঠাৎ একদিন!

বনে ঘুরতে ঘুরতে বাঘরূপী পল্টু পড়ল এক ভালুকের সামনে! আর যায় কোথায়! ‘মা গো, বাবা গো’ বলে তার সে কী চিৎকার!


ধীর পায়ে পল্টুর দিকে এগিয়ে এল বিকট দর্শন ভালুকটা! পল্টুর কানের কাছে এসে ফিসফিস করে বলল,

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
‘চুপ করো গর্দভ! নইলে দুজনেরই
চাকরি যাবে!!’




