ক্রিকেট খেলার কথা উঠলে প্রায়ই একটা অপ্রীতিকর প্রশ্ন শুনতে হয়-কোন টিম সাপোর্ট কর,কেউ কেউ আবার বিস্তারিতভাবে বলে-ভারত-পাকিস্তানের মাঝে কাকে সাপোর্ট কর?
বুঝিনা ভারত আর পাকিস্তানের কোন একটাকে কেন আমাকে সাপোর্ট করতে হবে।বাংলাদেশ কি সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলেনা?
একটা সময় ছিল যখন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস ছিলনা,বাংলাদেশের খেলা বেশি একটা হতনা।তখনকার সময়ে ক্রিকেট প্রেমীদের জন্য অন্য টিম সাপোর্ট করা ছাড়া উপায় ছিলনা।কিন্তু এখন অন্য টিম নিয়ে মাতামাতি করার কি মানে থাকতে পারে?ভাবতেই ঘৃণা লাগে এদের মাঝে এমন কেউ কেউ আছে যারা বাংলাদেশ আর তার পছন্দের দলের খেলা হলে তার পছন্দের দলকেউ সাপোর্ট করে।এদের জন্ম নিয়ে আমার সন্দেহ হয়।
গ্রামের অশিক্ষিত লোকজন এধরনের কথাবার্তা বলতে পারে কিন্তু ভার্সিটিতে পড়ুয়া একজন ছাত্র এমনকি শিক্ষক যখন এসব বলে তখন সত্যিই খুব কষ্ট লাগে।
তারা কি একবারও চিন্তা করেনা টেন্ডুলকারের যে ছক্কায় তারা নাচে সে একি ছক্কায় ফেলানীকে মারা বিএসএফটাও নাচে,আফ্রিদির যে ছক্কায় তারা নাচে সে একি ছক্কায় আমাদের মা-বোনদের ধর্ষণ করা হানাদার বাহিনী নাচে?