বিএনপি নেতা এম ইলিয়াছ আলীর স্ত্রী তাহমিনা রুশদীর ইলিয়াছ বলেছেন, এখন দেশের মানুষ গুম আতংকে আছে। কে কখন গুম হয়ে যায় বলা মুশকিল।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক গুম দিবস ২০১৪ উপলক্ষে ‘গুম ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত গোলটেবিলে তাহমিনা রুশদীর বলেন, স্বজন হারানোর পর হৃদয়ের যে রক্তক্ষরণ হয় তা কাউকে দেখানো যায় না। তিনি বলেন, ‘আমার স্বামী সততার সাথে রাজনীতি করেছেন। তাকে আমি বিভিন্নভাবে সহায়তা করেছি। তিনি গুম হওয়ার আগে বলেছিলেন, বিভিন্ন রাজনীতিবিদদের তালিকা হচ্ছে। তখন আমি উনাকে সাবধানে চলাফেরা করতে বলেছিলাম।’
২০১২ সালের ১৭ এপ্রিল এম ইলিয়াছ আলী গুম হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এতে যদি সরকারের কোনো সংস্থা জড়িত না থাকে তাহলে এখনো পর্যন্ত সরকারের কোনো তৎপরতা দেখছি না কেনো? সরকার চাইলে যেকোনো অপরাধীকে গ্রেফতার করতে পারে, কিন্তু সরকার তা করছে না।
এ সময় গুম হওয়া ১৭টি পরিবারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সরকারের কাছে তাদের স্বজনদের ফিরিয়ে দেয়ার আহবান জানান।
সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএফইজের একাংশের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, সাবেক প্রধান বিচারপতি আব্দুর রউফ প্রমুখ।