কাপা কাপা গলায়, ”ভাই এখানে বইসেন না বাসায় চলে যান। পুলিশ এমনি এমনি ২জনকে ধরে নিয়ে গেছে এখান থেকে!!”
আমরা কয়েকজন বন্ধু মিলে কোর্টে বন্ধুর বাসার পাশে র্যাকেট খেলতে যাই প্রায় ১সপ্তাহ ধরে। তো যাওয়ার আগে সাধারণত বর্ণালীতে চাঁ খেয়ে যাই। আজ ৬টার দিকে বর্ণালীতে গিয়ে দেখি লোক শূণ্য। তিনটা চায়ের দোকানের ২টা বন্ধ আর একটা সামান্য খোলা রেখে মানুষজনদের সেখানে বসতে নিষেধ করছে। সেই চির চেনা হৈচৈ আর আড্ডার চায়ের দোকান আজ বড়ই অচেনা লাগলো।
মনের মধ্যে এক আতঙ্ক! কখন কি হয়!
আওয়ামীলীগ দলে সক্রিয় থাকা এক বন্ধুর কথা মনে পড়লো। প্রায় এক বছর পূর্বে বলেছিলো, বন্ধু একটা আওয়ামীলীগের আইডি কার্ড বানাই দেই নিয়া যা কাজে দিবে। তো সে সময় ওর কথায় অতোটা কান দেইনি। এখন মনেহয় অদূর ভবিশ্যতে সেইটা ঘটবে........!
বাংলাদেশে থাকতে হলে আওয়ামীলীগের সমর্থন করতে হবে এবং তাদের দলের একটা আইডি কার্ড সাথে রাখতে হবে।
যাই হোক তবে ভবিশ্যৎ নিয়ে আমি বড়ই ভয়ের মধ্যে আছি। থাকার জন্য অনুপযোগী হয়ে পড়ছে আমাদের সেই সোনার বাংলাদেশ!!!
মনের দুঃখে মাঝে মাঝেই বলেতে ইচ্ছা করে, হয় দেশে শান্তি ফিরিয়ে দিন নয়তোবা রাজনিতি থেকে আপনারা দুইজন অবসর নিন!!! জাতির জন্য অনেক সেবা করেছেন আপনারা! মাফ চাই! ক্ষমা করেন আমাদের
