অনেক আগে থেকেই মন থেকেই চাই গরীব অসহায় মানুষদের সাহায্য করতে। চাইতাম তাদের কষ্টমাখা মুখে একটুখানিতে হাসির ঝলক দেখতে।
সেরকম ব্যাপকভাবে আর্থিক সাহায্য করার ক্ষমতা হয়তো এখনও আল্লাহ আমাকে দেন নাই।
তবুও আমরা ছাত্র হিসেবে নিজ অবস্থান থেকে যতটুকুই সাহায্য করতে পারি সেটাই বা কমকি?
আমাদের অপ্রযোজনীয় টাকা পয়সা খরচ টোটালি বন্ধ করতে পারলে সকলেরই বেশ ভাল টাকা জমা থাকবে। যেমন... রাজশাহীর নিউ মার্কেটের একটা জিন্স প্যান্ট ১৫০০টাকা+ দিয়ে কেনার থেকে আরডি মার্কেটে ১০০০-১২০০টাকা দিয়ে কিনলেও খারাপ হবেনা। প্যান্টের কোয়ালিটি একই বললেই চলে। আবার গণক পাড়াতে সেই প্যান্ট ৭০০টাকার বেশি হবেনা।
বেশি টাকা দিয়ে কিনাটা শুধুই বিলাশিতা ছাড়া আর কিছুেই না।
আবার আমরা বন্ধুরা কোল্ড ড্রিংকস টাইপের হাবিজাবি বহুকিছু খাই যেগুলা সেক্স পাওয়ার কমাতে সাহায্য করে এবং শরীরের বেশ ক্ষতিও করে।
এসব অপ্রযোজনীয় টাইপের বিলাশিতা বন্ধ করতে পারলে অবশ্যই আমরা বহু গরীব অসহায়দের সাহায্য করতে পারবো। তাদের মুখে একটু হলেও হাসি ফুুটাতে পারবো।
একবার ভাবুনতো! আল্লাহ যদি তাদের সেই গরীবী হালে আজ আপনাকে/আমাকে রাখতো তাহলে?
না, আপনি/আমি তাদের থেকে অনেকগুণেই ভাল আছি অবশ্যই

আসুননা এগিয়ে যাই আমাদের স্ব-অবস্থান থেকে! আপনার দেওয়া সেই অল্প টাকা হয়তোবা আপনার/আমার কাছে কিছুই না কিন্তু সেই অল্প টাকা একজনের আজ রাতের পেটভরে খাওয়া হতে পারে! তাদের কাছে এটা অনেক বড় ব্যাপার!
আমরা যুব সমাজ চাইলে কি না পারি? অবশ্যই পারবো আমরা.... শুধু আপনার/আমার মানুসিকতার একটু পরিবর্তন আনতে হবে...
আপনি গরীব অসহায়দের সাহায্য করতে থাকুন... দেখবেন, আপনার আশে পাশের মানুষ কিংবা আপনার বন্ধুরাও আপনার দেখাদেখি এগিয়ে আসবে..... অবশ্যই সম্ভব। শুধু একটু চেষ্টা করেই দেখুন।