সামুতে অনেক দিন ধরে যাতায়াত আমার। অনেক প্রিয় ব্লগারের পোস্ট কতবার যে পড়ি তার ঠিক নাই। সম্প্রতি আমার খুব প্রিয় কিছু ব্লগারগনের পোস্ট মিস করছি। তারা হয়তো ব্যস্ত তাই পোস্ট দিতে পারছেন না। তাদের কাছে আমার চাওয়া "নতুন লেখা"। প্লিজ আপনারা ফিরে আসুন নতুন কিছু নিয়ে।
১) চেয়ারম্যান০০৭ : জনপ্রিয় ব্লগার চেয়ারম্যান আর নেই। ইয়ে মানে অনেক দিন থেকে নিরব! তার সম্পর্কে আর কি বলব! চেয়ারম্যান সাব কি চেয়ারম্যানি বাদ দিয়া এম পি হবার চেষ্টা করছে নাকি! তিনি শেষ পোস্ট দিয়েছেনঃ ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫১ পোস্টটি ছিলঃ শুভ জন্মদিন কামরুল হাসান শাহি
ভাই ফিরে আসুন।
২) ড়ৎশড়ঃ অনেক অনেক ভাল একজন গল্পকার তিনি। তার একেকটা গল্প সামুর সম্পদ। আগে তিনি নিয়মিত গল্প লিখতেন কিন্তু এখন বড়ই অনিয়মিত।
শেষ পোস্ট দিয়েছেনঃ ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮
পোস্টঃ উত্থান
আমরা আপনার কাছে আরো নতুন গল্প চাই।
৩) নাফিস ইফতেখারঃ সামুর সবচেয়ে হিট ব্লগার! ভাই কি ক্লান্ত হয়ে গেছেন? কয়েকদিন আগে একটি পোস্টে দেখলাম সামুর দাম ২০৬ কোটি টাকা তাহলে ইনার ব্লগের দাম কত হবে???
শেষ পোস্ট দিয়েছেনঃ ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৩
পোস্টঃ ইন্টারনেটের আরও ইতিহাস - সবচেয়ে পুরনো .com ওয়েবসাইটগুলো
বাংলা ব্লগ জগতে আপনাদের দরকার আছে ভাই।
৪) নাফিজ মুনতাসিরঃ আমার খুব প্রিয় একজন ব্লগার। মুভিময় ব্লগার তিনি। তিনি প্রচুর মুভি দেখেন ও আমাদের দেখান।
শেষ পোস্ট দিয়েছেনঃ ২১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৩
পোস্টঃ চোরাবালি(Chorabali The Movie) : অপরাধজগতের গল্প
আমরা মুভি দেখার জন্য লাইনে দাঁড়িয়ে আছি ভাই। অপেক্ষা কেবল আপনার।
৫) মাস্টারঃ মাস্টার ইজ মাস্টার! সিনেমা বিশেষজ্ঞ মাস্টার সাহেবের ছাত্রের অভাব নাই। কিন্ত এখন ক্লাস আর হয় না (মাস্টার নিজেই ইস্কুল খুইলাছে)।
শেষ পোস্ট দিয়েছেনঃ ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
পোস্টঃ ডকুমেন্টারিঃ প্রজন্ম চত্বর – যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই
ও মাস্টার সাব আমাগো ইস্কুলে আসেন গো। আমরা চট পাইতা বইয়া রইছি।
৬) রাগিবঃ শিক্ষক সাহেব। যার সাইটে সাইটে আমার যাত্রা নিয়মিত। এই গণকের মিস্তিরির কাছে আরও পোস্ট আশা করছি।
শেষ পোস্ট দিয়েছেনঃ ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪
পোস্টঃ স্বপ্নের শিক্ষক.কম প্রজেক্ট - ৬ পয়সায় জীবন গড়ার অভিযান
৭) রবিন মিলফোর্ডঃ আমার অন্যতম প্রিয় টেকি ব্লগার। টেকনোলজি বিষয়ক অনেক পোস্টের প্রনেতা।
শেষ পোস্ট দিয়েছেনঃ ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩
পোস্টঃ সংগ্রহে রাখার মত প্রয়োজনীয় ও দারুন কিছু পোর্টেবল সফটওয়্যার
নিয়মিত পোস্ট দেন ভাই।
৮) আমিনুর রহমানঃ সব কাজের এক্সপার্ট! শত ব্যস্ততার মাঝেও ইনি ব্লগে ঢুঁ মারেন। ভাই নতুন পোস্ট চাই।
শেষ পোস্ট দিয়েছেনঃ ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯
পোস্টঃ আমার তোলা যত ছবি - ২
আবারো বলছি ভাই নতুন পোস্ট চাই।
৯) পুশকিনঃ আমার প্রিয় ব্লগারগনের মধ্যে অন্যতম। কিন্তু তার ব্লগে কখনও কমেন্ট করা হয়নি। যিনি সকল প্রকার বিষয়ে লেখালেখি করেন।
শেষ পোস্ট দিয়েছেনঃ ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩
পোস্টঃ আমার প্রিয়তে রাখা উচ্চ শিক্ষা বিষয়ক সকল পোষ্টের সংকলন
১০) শায়মাঃ যার ব্লগ পোস্ট হবার ১ মিনিটের মাথাতেই অর্ধশত বার পঠিত হয়ে যায়। সবাইকে যিনি খুব সহজে আপন করে নিতে পারেন। তার কাছে নতুন লেখা আশা করতেই পারি।
শেষ পোস্ট দিয়েছেনঃ ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯
পোস্টঃ এসো নুতন- এসো বৈশাখ- পহেলা বৈশাখের কিছুকথা ও আগামী নতুন বছরটিতে বাজুক সকল বাঙ্গালীর একতার সঙ্গীত-রাজাকারমুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধ অনিঃশেষ!...
আপু নতুন লেখা চায়।
১১) হাসান যোবায়ের সামুর অন্যতম সেরা টেকি ব্লগার। গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট। কোথায় আপনি?
শেষ পোস্ট দিয়েছেনঃ ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২
পোস্টঃ নাটকীয়ভাবে ধানমন্ডি থেকে বাইক ছিন্তাই! সাবধান যাদের বাইক আছে
১২) এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাঃ ব্লগের সেই ছটফটে আপুটি কোথায়? সবার ব্লগে যার বিচরণ ছিল। আপু কি এখন খুব ব্যস্ত?
শেষ পোস্ট দিয়েছেনঃ ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৩
পোস্টঃ গণজাগরণের গান, চরমপত্র, গণস্বাক্ষর, ডকুমেন্টারি, পিটিশান, ওয়েবসাইট, ছবি ইত্যাদি
নতুন নতুন পোস্ট দ্যান গো আফা।
১৩) জাতির নানাঃ অনেক মজার ব্লগার। দারুন লেখেন। যার লেখাতে মজা ছাড়াও নিত্যদিনের সমস্যা সমূহ ফুটে উঠে।
শেষ পোস্ট দিয়েছেনঃ ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০
পোস্টঃ আবারো রাজধানীর স্বনামন্য স্কুল শিক্ষ কতৃক ছাত্রী ধর্ষণঃ আপডেটঃ ৪ ফেব্রুয়ারি/আপডেটঃ ২ফেব্রুয়ারি ৬:৩০/আপডেট ৩০জানু ১১।০০/আপডেট ২৮জানু ২:০০/আপডেটঃ ২৭জানু ৮:১০
১৪) অর্ধমৃত সাকিবঃ আমি কিছু বলব না তার ব্লগে গিয়েই দেখবেন তিনি কেমন লেখেন।
শেষ পোস্ট দিয়েছেনঃ ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫
পোস্টঃ ****অসাধারণ ১০টি শিক্ষণীয় গল্প ****
ভাই নতুন বিষয়ে লেখা চাই।
১৫) জানাঃ জানাপু! ব্লগের মালিকিন, কিন্তু এত কম পোস্ট দেন কেন? প্রতিদিন অন্তত এক বারের জন্য হলেও আপনাদের ব্লগ চেক করি। নতুন কিছু আছে কি না? আপনারা আমাদের আদর্শ, আপনাদের লেখা দেখে আমরা উৎসাহ পাব তাই বেশি বেশি লিখেন প্লিজ।
শেষ পোস্ট দিয়েছেনঃ ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
পোস্টঃ একটি সুসংবাদ
আপু নতুন লেখা চাই।
তাই বলে আবার আপনারা যারা নিয়মিত লিখেন তারা আবার লিখা বন্ধ করে দিয়েন না।
আরমান ভাই, সেলিম ভাই, আমিনুর ভাই, জাদিদ ভাই, কান্ডারি ভাই, ইরফান আহমেদ বর্ষণ ভাই, মাসুম ভাই, ছোট ভাই জাতির মামু সকলের জন্য অনেক শুভকামনা।