তুমি ভালবাসোনি বলে
ভেবোনা তোমার ভালবাসা না পেয়ে
অর্থব-পঙ্গু হয়ে যাব কখনো
জীবন চলার রুক্ষ পথে।
এই আমি ঠিক এমনি থেকে যাবো
শুধু সময়ের খেয়ালীপনায়
হারিয়ে ফেলবো হৃদয় থেকে দ’ফোটা রক্ত
কালের বহমান স্রোতে
তাই বলে হৃদয় মোমের মত গলে
নিঃশ্বেষ হবে না পুড়ে।
তুমি ভালবাসোনি বলে
ভেবোনা তোমার ভালবাসা না পেয়ে
ধুঁকে ধুঁকে মরে যাবো কখনো
জ্বালা ভরা আহত মনে।
এই আমি ঠিক এমনি থেকে যাবো
শুধু ফাগুনের হাওয়াতে
হারিয়ে ফেলবো বসন্তের একটা ফুল
অভিমানের শ্রাবনে।
আমিও কারো কাঙ্খিত কেউ
বিরহ হবোনা মহাকালের পাতায়।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৩