কিছুদিন আগে প্রয়াত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ধানমন্ডীর গ্যালারী চিত্রকে আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুনের হুমায়ূন আহমেদকে নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। আমি সেই প্রদর্শনীতে কিছু ছবি তুলেছিলাম যেগুলো ছিলো বলাবাহুল্য আলোকচিত্রের আলোকচিত্র। এখানে সেখানে তোলা কয়েকটা ছবি শেয়ার করছি যে ছবিগুলোতে ক্যামেরার শিল্পী নাসির আলী মামুনের ক্যামেরার চোখে লেখক হুমায়ূন আহমেদের কিছু অসাধারন মুহুর্ত্য ধ্রা পড়েছে।
লেখক হুমায়ূন আহমেদ নুহাশ পল্লীতে।
নুহাশ পল্লীতে লেখক।
নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদ ও সদ্য প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়।
আবারো একসঙ্গে দুই সাহিত্যিক।
একুশে বইমেলার পথে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ।
একসাথে তিন ভাই, হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল আর আহসান হাবীব।
এবং পরিশেষে উক্ত আলোকচিত্রগুলোর আলোকচিত্রী শিল্পী নাসির আলী মামুন।