
আমার কথাটায় কেউ কেউ বিরক্ত হবেন হয়তো। তবুও জিজ্ঞেস করি সদ্য প্রয়াত আমাদের প্রিয় লেখক হুমায়ূন আহমেদ কি ব্লগিং করতেন? এ কথাটা আজ থেকে প্রায় বছর খানেক আগে আমার এক সহকর্মীর কাছ থেকে শুনেছি। তার ভাষ্য ছিল, লেখক হমায়ূন আহমেদ ছদ্মনামে ব্লগিং করেন। সেই সহকর্মীর কথা শুনে সেদিন যেমন বিস্মিত হয়েছিলাম তেমনি ভালোও লেগেছিল এটা ভেবে যে, তাহলে তাঁর মতো একজন প্রিয় লেখক আমাদের ব্লগ জগতে আছেন, আমাদের ব্লগারদের লেখা পড়েন। হোক না সেটা ছদ্মনামে।
আজ তাঁর মৃত্যুর পর সত্যিই ভীষণ জানতে ইচ্ছে করছে সত্যিই কি তিনি আমাদের এই বাংলা জগতের সাথে সম্পৃক্ত ছিলেন? যদি সত্যি হয় তাহলে সেটা হবে বাংলা ব্লগের জন্য বড় ধরনের প্রাপ্তি।
এ ব্যাপারে কারো কাছে কি কোন তথ্য আছে? বা কেউ কিছু বলতে পারেন?