কয়দিন আগে ভারতের জম্মু ও কাশ্মির এর লাদাকের রাজধানী লে থেকে ঘুরে এলাম। জানা মতে খুব কম সংখ্যক বাংলাদেশী লে ঘুরে এসেছেন। তবে আজ আমি লে নিয়ে কিছু বলবো না। আজ শুধু দেখাবো।
মেঘালয় নিয়ে ভ্রমণ নিয়ে অনুষ্ঠান "বাংলাপথে" বেশ কিছু পর্ব প্রচারিত হয়েছে। আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চ্যানেল আইতে মেঘালয়ের শেষপর্ব প্রচারিত হবে।
তবে প্রচার হওয়ার আগে যদি শেষ পর্বটা পুরো দেখতে চান তবে নিচেই পেয়ে যাবেন মেঘলায়ের ১০ নং পর্বটি।
মেঘালয়ের বাকি ১-১০ সবগুলো পর্ব দেখলে আমার মনে হয় পুরো মেঘালয়ের একটা ভার্চুয়াল টু'র হয়ে যাবে।
জানিনা এখানে ১০ নং পর্বটি দেখা যাচ্ছে কি না।
সবকটি এপিসোড দেখতে এখানে ক্লিক করুন।
সবাই ভাল থাকুন, সুখে থাকুন।
