আওয়ামীলীগের ঐতিহাসিক বন্ধু কংগ্রেসের ভরাডুবি হয়েছে। সাথে সাথেই খালেদা মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। আর দুদু (ছাগলের তিন নম্বর বাচ্চা) শেখ হাসিনাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে বসেছে।


বিএনপি কি ভেবেছে কংগ্রেস যেহেতু আওয়ামীলীগকে সমর্থন দিয়েছে, এবার বিজেপি বিএনপিকে সমর্থন দিবে? হাহাহা.... আজকের ভারতে ভোট গনণা হচ্ছে আর তাতেই বিএনপি এমন প্রতিক্রিয়া দেখাল? একটুও তর সইছে না?? কংগ্রেস হারতে না হারতেই ২৪ ঘন্টার আল্টিমেটাম!! শেখ হাসিনাকে!!
হাসিনার অধীনে যাতে নির্বাচন না হয় সে জন্য বিএনপি'র কর্তাব্যক্তিরা যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের পা-ও বোধ হয় ধরেছেন। কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ভয় দেখানো গেলো না। রাষ্ট্রদূতদের উপর নির্ভর করে শেষ পর্যন্ত নির্বাচনেই গেলো না খালেদা জিয়া। যার ফল এখন ভোগ করছে।
এবার দুদু-খালেদা গংরা যদি মনে করে, মোদি হাসিনাকে নামিয়ে দিয়ে খালেদাকে উঠিয়ে দেবে...হাহাহা.... বিএনপির এই দিনে এত খুশি হওয়ার বা এতো দ্রুত প্রতিক্রিয়া দেখানোর দরকার ছিল না। ৫ বছর খুব বেশি সময় না। বিদেশি প্রভূদের পা না ধরে বাংলাদেশি জনগণের পা ধরলে ভালো বরং বেশি লাভ হবে।