এই ল্যাপটপ ১২ থেকে ১৪ হাজার টাকায় পাওয়া যাবে। খুবই ভালো খবর।
আমাদের দেশী ব্র্যান্ড। দোয়েল। নামটাও ঠিক আছে, মন্দ না।
কিন্তু যে ছাগলে দোয়েল বানাইছে, সে খাটি রাম ছাগল। ব্র্যান্ডিং এর রমূল মন্ত্র যেখানে আলাদা আইডেনটিটি, সেখানে লগো খুব গুরুত্বপূর্ন একটা ব্যাপার।
দোয়েল এর লগোটা কি কেউ দেখেছেন? ডেল এর লগোর মতো। প্রথম দেখলে জাস্ট ডেল মনে হবে। এটার মানে কি?????????
লগো দেখলেই মনে হবে এটা একটা নকল প্রোডাক্ট।
এভাবেই যদি শুরু হয়.......এই দোয়েলকে নিয়ে আর কতদূর যাওয়া যাবে?
আমি আশাহত।
void(1);