লিমন নাটক নিয়ে আরকি বলব আমি। আমাদের সরকার দেশের মানুষকে যতই বোকা আর ভুদাই ভাবুক না কেন দেশের সব বিবেকবান মানুষই বুঝতে পারছেন ঘটনা কি ছিল আর এটা কোন দিকে মোড় নিচ্ছে। এর পরের ধাপগুলোও অনুমান করা যায়।
এটা নিয়ে আর কিছু বলার মতো বিবেক আমার নাই, বেচারা লিমনের জন্য মায়াকান্না করে কোন লাভ নেই। সে এখন রাজকীয় টোপ।
আমার বলার বিষয় অন্য।
আমি বাসায় কোন পত্রিকা না রাখলেও অফিসে বেশ কয়েকটি পত্রিকা নিয়মিত পগড়। আর ইন্টারনেটে সব বড় পত্রিকাতেই নিয়মিত চোখ বুলাই। আর রাতে সব চ্যানেলের খবর ঘুরে ফিরে দেখার চেষ্টা করি। একটা বিষয়, লিমনের ঘটনাটা প্রথম আলোতে প্রথম ছাপা হয় হয়ত, কিন্তু তার পরদিন থেকেই সব চ্যানেলে সরেজমিন প্রতিবেদন ছাপা হয়েছে, কোন পত্রিকাতেই কম লিখা হয়নি। সবাই লিমনের পক্ষে কথা বলেছে, সবাই। কিন্তু কাল রেব এর সংবাদ সম্মেলনে 'একটি পত্রিকা' কে কেন দায়ি করা হলো সেটা বুঝলাম না। তবে কাল চ্যানেলের নিউজ ও আজকের পত্রিকাগুলো দেখে বুঝতে পারছি সবাই এটাকে সাইড করে বাচার চেষ্টা করছে। হায়রে জাতির বিকেব, আমাদের স্বাধীন অগ্রসর গণমাধ্যম। সরকারের এমন পাল্টিমারায় আমরা অবাক না হলেও কষ্ট পাচ্ছি আমাদের গণমাধ্যমগুলোর পাল্টিমারার প্রবনতার জন্য। ওই 'একটি পত্রিকা' এর সঙ্গে থাকব আমরা।