একটা গল্প বলি। আমি ও আমার এক বাল্য বন্ধু এক বাসায় থাকি ১ বছর যাবৎ। এর আগে ও কাজী পাড়ায় (কাজী পাড়া মেইনরোড থেকে ১ কিলো ভিতরে কি যেন পুকুর পাড়) দুই রুমের একটা বাসায় থাকত, ভাড়া ছিলো ৫৫০০+ টাকা।
এক বছর পর। ও এখন বিয়ে করবে। আবার বাসা খুজছে। ওই একই বাসা, একই ইউনিট খালী। পরিচিত মালিক আন্টি। সবই ঠিক ঠাক। কিন্তু...... এবার সেই ৫৫০০ টাকার বাসা এক বছর পর নতুন ভাড়া ১১০০০ টাকা।
এর কী কোন বিচার নেই???
আজাইরা বিষয় নিয়ে যত তর্ক। মধ্যবিত্যদের এই বিষয় নিয়ে কি কেউ ভাববে না?
কত আজাইরা আন্দোলন হয়, এই অস্বাভাবিক বাসা ভাড়ার নৈরাজ্য নিয়ে কেউ কিছু বলবেও না...........হায় রে মানুষ। আমরা কত অসহায়।