প্রায় প্রতিদিন এই শপথ নিয়ে ঘুম থেকে উঠা হয়.......... ২৫ শে ডিসেম্বর ও তার ব্যাতিক্রম ছিল না...........খুবই উত্তেজিত ছিলাম এই ফটোওয়াকটি নিয়ে। জানিনা কতটুকু সাফল্য পেয়েছি.......
সকাল বেলা চোখ খুলতেই দেখলাম আমার চাচাতো ভাই আমার বাসায় হাজির........... ভাইয়ের মুখখানা দেখে খুবই ভালো লাগলো........... কিন্তু বেচারা আমার ভাইয়ের অবস্থা কাহিল। প্রাইভেট অফিসের নাইট সিফটিং ডিউটি করে। আমার ভাই পুরো ঘুমে দোদুল্যমান............ আমার উৎসাহ দেখে ঘুম যে কোথায় দৌড় দিলো তা উনি নিজেও বুঝে নাই............ নাস্তা করে আসলাম ধানমন্ডী ৩২ নাম্বারে। ওখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম প্রান্জ্ঞল এর জন্য। পোলাটা আজীবন লেইট........

তারপর বাসে উঠে নামলাম মিরপুর সাড়ে ১১ তে.............. রন্জ্ঞু ভাইকে ফোন দিয়ে রাস্তাটা ভালো ভাবে জিজ্ঞেস করে নিলাম..... আমরা ৩ বান্দর তখন রিকসা ঠিক করছিলাম........... তখন ওখানে দেখি ইয়া বড় তাল গাছ সাইজের একজন মানুষ রিকসা ঠিক করছে...........


দাড়িয়ে উনাদের কথপোকথন শুনছিলাম....... তালগাছ সাইজের ভাইজানটি উনার হাতের মুঠোয় নিয়ে কি যেন দেখে রিকসাওয়ালাকে বলছে উনার গন্ত্যবের কথা। ততক্ষণে আমি বুঝতে পারলাম উনি একই পথের পথিক.........


রিকসা ঠিক করে আমরা সবাই গেলাম আমাদের পাঠশালায়.............গিয়ে দেখলাম পাঠশালার উদ্যোক্তা মিশু ভাই মহা ব্যাস্ত................ কিছুক্ষণ ভাইয়ের সাথে থাকার পর সামনে গেলাম........ গিয়ে দেখি আমাদের সবার প্রিয় ক্যামেরাম্যান ভাই হাল ছেড়ে দিয়ে বসে আছে........ জিজ্ঞেস করতেই বুঝলাম কি কাহিনি......... বাচ্চা পোলাপাইন উনার মাথা ধরায় দিছে.........



যাই হোক স্কুলে ঢুকেই শুরু করে দিলাম আমার কাজ..............প্রথমে একটু ভয়ই পেয়েছিলাম যে কাউকে কিছু না বলে ছবি তোলা শুরু করেছি........ কিন্তু বাচ্চাদের উৎসাহ দেখে খুবই ভালো লাগলো.........(চলবে)
তা আজকে আমাদের পাঠশালার শিশুদের চিত্রাংকন নিয়ে কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম...........
১. সবাই খুব মনোযোগী

২. সবাই ব্যাস্ত

৩. আইচ্ছা চাদঁ আগে দিমু নাকি সূর্য আগে দিমু!!!!!!!!!!!

৪. আমিও ব্যাস্ত

৫. আমার দেশের পতাকা...... কিন্তু আইহাই বাড়ী আর গাছ আইলো কেমনে????

৬. আমি কিন্তু তোরে দেখামু না............

৭. ফুফুফুফুফুফুফুফুফুফুফুফু

৮. উফফফফফফ........ এই ভোটকু ফটোগ্রাফার টা আইসা আমারে ডিস্টার্ব করতেছে....

৯. মনোযোগী ছাত্র.........

১০. আমিও মনোযোগী............

১১. আমিও আকঁতে পারি.........

১২. আচ্ছা ময়ূরী আফা কোথায়???

১৩. ময়ূরী আফা

১৪. খুবই সুন্দর ছবি আকেঁ এই ছেলেটি.........

১৫. এই ভাইয়াকে প্রশ্ন করেছিলাম.......
আচ্ছা তোমার আম গাছের পাশের ২ টা আম উপরে কেন??? তুমি তো দেখি আম দুইটা আসমানে তুলে দিছো???

ভাইটা কিছুক্ষণ ভেবে উত্তর দিলো-- আমডি পোলায় মিল্লা মারছে......
১৬. আমি ফাস্ট

১৭. ভাগ বেটা আমি ফাস্ট

১৮. না আমরা ফাস্ট
