প্রিয় ব্লগার,
সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট ও মন্তব্যের মাধ্যমে এক জন ব্লগার বলেছেন – "অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সকল অপপ্রচার ও বিষোদগারের কেন্দ্র হলো সামহোয়্যারইন ব্লগ"। আমরা এ ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই এবং মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে সম্মানিত ব্লগারদের কাছ থেকে আরও সহনশীল ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।
আপনারা জানেন, সামহোয়্যারইন ব্লগ অতীতে সরকারের সমালোচনার কারণে নিষিদ্ধ হয়েছিল, এবং সেই সময়েও আমাদের কাছে সরকারের বিরুদ্ধে লেখালেখি করা ব্লগারদের তথ্য চেয়ে আবেদন আসে। আমরা সবসময় ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছি এবং এই ধরনের অনুরোধে সহায়তা করিনি। অতীতের সরকারের অন্ধ সমর্থকরা যেভাবে ব্লগকে রাজনৈতিক ট্যাগ দিয়েছিলেন, বর্তমানেও সেই ধারা চলছে, যা আমাদের জন্য অপ্রত্যাশিত নয়। তবে আমাদের আশা, যারা নিয়মিত পাঠক তারা নিজেই সেই সময়ের কঠোর সমালোচনামূলক পোস্টগুলো খুঁজে দেখতে পারেন, যা আমরা কোনো চাপের মুখে মুছিনি।
আমরা সামহোয়্যারইন ব্লগে সব ধরনের মতামত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করি। সরকারের পক্ষে-বিপক্ষে আলোচনা এখানে স্বাভাবিক প্রক্রিয়া। সরকারের সমালোচনা মানেই ষড়যন্ত্র নয়, বরং এটি মত প্রকাশের একটি গণতান্ত্রিক অধিকার। ব্লগারদের অনেকেই ঘরোয়া আলাপের ধরনে সমালোচনা করেন, যা ব্লগ সংস্কৃতিরই একটি অংশ।
আমাদের জানা মতে, সামহোয়্যারইন ব্লগে হাতে গোনা দু-একজন ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ কোনো কঠোর সমালোচক নেই। আমরা এমন কোনো পোস্ট নীতিমালার আওতায় আনি যা অযৌক্তিক মনে হয়। সরকারি নিষেধাজ্ঞাপ্রাপ্ত সংগঠনগুলোর পক্ষে বা হয়ে কিছু লেখার সুযোগ এখানে নেই, তবে নির্বাহী আদেশ সম্পর্কিত যৌক্তিক আলোচনা করতে কোনো বাধা নেই।
অতএব, আমরা প্রত্যাশা করি সম্মানিত ব্লগাররা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা বিরোধের বিষয়গুলো ধৈর্যের সাথে বিবেচনা করবেন এবং পুরো ব্লগকে কোনো ব্যক্তিগত বিতর্কে জড়াবেন না।
ধন্যবাদান্তে,
সামহোয়্যারইন ব্লগ টিম