২০২০ সালের ভোটে পরাজিত হওয়ার পর থেকে ট্রাম্প ও তার লোকজন এবারের ভোটে জয়ী হওয়ার জন্য ৩য় বিশ্বের দেশগুলোর মতো ষড়যন্ত্রে মেতে উঠেছে। আজকে ভোট হলে, ট্রাম্পের জয় হওয়ারই সম্ভাবনা আছে; তবে, ট্রাম্প পক্ষ পুরোপুরিভাবে নিশ্চিত নয়; তাই, ট্রাম্প ভোটের ফলাফল বদলানোর জন্য "স্যুইং ষ্টেইটগুলোতে" ( জর্জিয়া ১৬, নর্থ ক্যারোলিনা ১৬, মিসিগান ১৫, পেনসিলভানিয়া ১৯, উইসকনসিন ১০, অরিজোনা ১১, নেভেদা ৬ ) ভয়ানক ভয়ানক পদক্ষেপ নিচ্ছে বলে মনে হয়।
আমেরিকায় এই ধরণের প্রচেষ্টা এবারই ১ম বারের মতো করা হচ্ছে। এই ধরণের আলোচনা মিডিয়ায় আসার পর, মানুষের মাঝে হতাশা ছড়িয়ে পড়েছে।
ডেমোক্রেটদের থেকে ধারণা করা হচ্ছে যে, ট্রাম্প ভোটের রেজাল্ট আসার শুরুতেই বিজয় ঘোষণা দিতে পারে; ইহা করার জন্য ট্রাম্প পক্ষ মিছু মিডিয়ার সাথে কাজ করছে। এমনকি ইসরায়েলের ও রাশিয়ারর মিডিয়াগুলোও নাকি এই ব্যাপারে সাহায্য করতে পারে।
আমেরিকার ভোট পুরোপুরিভাবে গণনা করতে কমপক্ষে ৩/৪দিন সময় লাগে। কিন্তু বেশীরভাগ মিডিয়া ও রাজ্যগুলো প্রাথমিক ঘোষণা দেয় পরিসংখ্যন থেকে। এবার ৭টি স্যুইং রাজ্যের ভোটের ৭০ ভাগ গণনা হলেই ভোটের ফলাফল স্পষ্ট হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪২