=ভাইবোনেরা বন্ধু ও সখিরা=
এসো আড্ডা বসাই, গা ছুঁয়ে রই, ঝুমকো ফুলের মত
গল্প করি মেয়েবেলার, সুখ যা হয়েছে গত
এসো কাছে ও সখীরা, কোথায় তোমরা আছো,
একলা একা বিষণ্ণতা তাই নিয়ে কী বাঁচো?
০২। =এই বসন্তে দেবে আমায় পলাশ রাঙা শাড়ী=
মন নদীতে ঢেউ উঠেছে বন্ধু এসে থামাও
ঢেউয়ে ভাসি ঢেউয়ে ডুবি, ধরে ডাঙায় নামাও!
মনের শাখে পলাশ ফুল'রা পাপড়ি মেলে ফুটে;
পলাশ রঙা শাড়ী না দাও মন যাবে যে টুটে।
০৩। =সকালের আলোও তো হয় হলুদ রঙা=
এই তুমি হলুদ রঙ ভালোবাসো? যেমন গাঁধা;
পূর্বাশার মিহি আলো কী তোমার চোখে লাগায় সুখ ধাঁধা;
ফযর পড়েই তুমি কী আকাশ দেখো? নিস্তেজ সূর্য!
গাছে গাছে পাখিদের কলকাকলীর সুর আহা
মনের তারে বাজে কী সুখ তূর্য?
০৪। =গোলাপের ঘ্রাণ মাখানো প্রহর দিলাম তোমায়=
বুক পকেটে গুঁজে রেখো, ঘ্রাণ পাবে, মন হবে ভালো,
বাড়বে কাজের গতি, মনের বাড়ী হবে সুখেতে আলো;
হালকা সবুজ ফতোয়া পরেছো কী?
নাকি শার্ট প্যান্টে বাবু আছো সেজে?
এমন ড্রেসে কী করে দেই একটা গোলাপ গুঁজে?
০৫। =কানে গুঁজে দাও হলুদ করবি=
চাই না হেমের দুল
চাই না রঙিন ফিতায় সাজাও চুল,
কানে গুঁজে দাও এক গুচ্ছ হলুদ করবি ফুল,
ভালোবেসে পাগল করে দেব, বুঝো না ভুল।
০৬। =মিষ্টি রঙের গোলাপ দেব=
গোলাপ বেলী গাঁদা দেব, মনটা তোমার দেবে নাকি?
গোলাপ নিয়ে হাতে বন্ধু দেবে নাতো আমায় ফাঁকি;
মনদানিতে রেখে দিয়ো, ভালোবাসার জলও দিয়ো;
তোমায় তবে ডাকবো গোলা তুমি আমার ওগো প্রিয়।
০৭। ©কাজী ফাতেমা ছবি
=মন বসন্ত রঙে সেজেছে আজ=
সবুজ জামায় গাঁদা রঙ ফুল, মন যেন বসন্ত;
রঙের ছোঁয়ায় উড়াল পাখি আজ এ মনতো,
গাঁদার পাপড়ি ছুঁয়েছে মন, মনে জমা ফাগুন রঙ
মন জমিনে প্রকৃতি বসালো সুখের আড়ং।
০৮। =চন্দ্রমল্লিকার পাপড়িতে কী মুগ্ধতা=
হে মহান রব, তোমার সৃষ্টির সৌন্দর্য এই ফুল;
তোমার দয়াতেই সে পাপড়ির ডানা মেলে, ভুল নাই এক চুল;
হে মহান প্রভু, দৃষ্টিতে দিয়েছো তোমার নূরের আলো;
তোমার সৃষ্টি এই দুনিয়া, ফুল ফল দেখি লাগে ভালো।
০৯। =ঝরা পাতার গল্প অথবা ঝরা ফুল=
একদিন ঝরে যেতেই হয়, আয়ূ ফুরালে;
পাতাদের রঙ কমলা হয়, বয়সের রঙ কী তবে?
বয়স ফুরালে জরাজীর্ণ মুখোচ্ছবি আর
পাতারা নেয় রঙবাহারী রূপ!
১০। =শুনো, এদিকে এসো=
মন উঠোনে রুয়ে দিয়ো
ও প্রিয়
কিছু নয়নতারা, কিছু পাতাবাহার,
চাই বুনে দাও সবুজের পাহাড়!
একটি মেহেদি গাছ, পাতায় পাতায় ভরা,
কিছু সন্ধ্যা মালতি, দিয়ো প্রেম রোদ্দুর
বুনে দিয়ো ও প্রিয়.... কিছু বেলীর চারা ত্বরা,
মন করে দিয়ো প্রিয় উচ্ছলতার সমুদ্দুর।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৮