'ইনকিলাব জিন্দাবাদ' থেকে 'বাংলাদেশ জিন্দাবাদ'....
বৃটিশদের ভারত ছাড়ো আন্দোলনে বৃটিশ-ভারতের স্বাধীনতাকামী মানুষের স্লোগান ছিলো- "ইনকিলাব জিন্দাবাদ", / “করেংগে-ইয়-মরেংগে"।
পাকিস্তান প্রত্যাশীদের শ্লোগান ছিলো- "হাত মে বিড়ি, মুমে পান, লাড়কে লেঙ্গে পাকিস্তান"- যদিও 'এক ভারত' পন্থীরা এই শ্লোগানকে ব্যাংগাত্মক/তাচ্ছিল্য করতো।
৭১ সালে পাকিস্তানী দুঃশাসন থেকে মুক্তি পেতে উজ্জিবীত শ্লোগান ছিলো- "জয় বাংলা"! কিন্তু স্বাধীনতার শুরুতেই বাংলাদেশীদের 'বাংগালী' বানানোর নির্দেশ দিয়ে যে দ্বিধাবিভক্তির শুরু হয়েছিলো তা শেষ পর্যন্ত সর্বগ্রাসী দুর্নীতি, প্রতিপক্ষকে গুমখুন, লুটপাট করে জাতির সব আশা আকাংখাকে ততকালীন শাসক ক্ষমতাসীন দল ও তাদের লুটেরা বাহিনী বাকশাল বানিয়ে দেশটাকেই 'জয়বাংলা' করে দিয়েছিলো।
৭৫ সালের মর্মান্তিক পটপরিবর্তন এর পর স্বাধীনতা যুদ্ধের সময় যেভাবে জাতির দুর্দিনে একজন 'মেজর জিয়া' মুক্তিযুদ্ধের দ্বায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, ঠিক একই ভাবে ৭ নভেম্বর ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে 'মেজর জেনারেল জিয়া' বাকশাল থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেন। সেই সাথে দেশটাকে "তলাবিহীন ঝুড়ি" থেকে উন্নয়নশীল আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করিয়ে দেন।
জেনারেল এরশাদ ও তার দোসরদের হাতে জিয়াউর রহমান শাহাদাৎ বরণের পর নয় বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরশাসক এরশাদের পতন ঘটিয়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়। স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার।
দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের ফসল 'সেনা তত্বাবধায়ক সরকার' এর হাত ধরে গত ষোলো বছর যাবত ফ্যাসিস্ট শেখ হাসিনার জোরজবরদস্তির সরকার সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে দেশটাকে পুলিশি রাষ্ট্র বানিয়েছিলো। গনতন্ত্রের ছ্দ্মাবরণে হামলা মামলা, নির্যাতন নিপীড়ন, গুম হত্যা চালিয়ে ভয়ংকর স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছে।
অনেক ত্যাগ তিতিক্ষার পর ছাত্র-জনতার আন্দোলনে অজস্র প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের মূল উৎপাটন করা করা হয়েছে। খুনী হাসিনা তার বেশীরভাগ সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে প্রাণে বেঁচেছে সত্য, কিন্তু রেখে গিয়েছে দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত রাষ্ট্রপ্রধান, বিচার বিভাগ, পুলিশ বিভাগসহ প্রশাসনের সর্বস্তরে সুবিধাভোগীদের। আর কোনো বিভেদ নয়, আসুন সবাই "জিন্দাবাদ" বলে ঝাপিয়ে পরি ফ্যাসিস্ট সরকারের উচ্ছিষ্ট ভোগীদের উৎখাত করতে। গত ষোলোটি বছর অনেক সহ্য করেছেন। আর মাত্র কয়েকটা মাসের কষ্ট, ত্যাগ আপনার, আমার, আমাদের বর্তমান ও আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর ভবিষ্যত রচনার ভীত তৈরী করে দিয়ে যাবে। আসুন, ঐক্যবদ্ধ ভাবে দেশ ও জনগনের স্বার্থে স্বৈরাচার দোসর মুক্ত করতে ঝাপিয়ে পড়ি। মনে রাখবেন- এবার না পারলে আগামী পঞ্চাশ বছরেও পারবেন না!
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৪