সার্ভারে কীভাবে জুমলা ইনস্টল করতে হবে সেটা আপনারা যেন সহজেই বুঝতে পারেন এজন্য একটা তুলনা মূলক পার্থক্য করেছি।
লোকাল ও ওয়েব সার্ভারের মধ্যে। ছবি দিয়ে দিলাম।

সেটা দেখে যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, তাহলে বলবেন। কমেন্টে উত্তর দেয়ার চেষ্টা করবো।

.....................
আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে কেন আমরা দুই জায়গায় সেটআপ দিচ্ছি?
কারণ গুলো হলো:
১. লোকাল সার্ভারে আপনি অনেক সহজে সব কিছু মেইনটেইন করতে পারবেন। এক্সপেরিমেন্ট করা অনেক সহজ।
২. লোকাল সার্ভারে ইন্টারনেট লাগে না, যার কারণে ইন্টারনেটের স্পিড নিয়ে কোন চিন্তা নেই। যার কারণে আপনি খুব দ্রুত আপনার কাস্টোমাইজেশনের কারনে ঘটে যাওয়া পরিবর্তন গুলো দেখতে পারবেন .
এছাড়া আরো অনেক কারণ আছে, এক সময় নিজেই বুঝতে পারবেন।
তারপরেও একটা উদাহরণ দেই।
আপনি যখন কারো বাসায় বেড়াতে যান, তখন কতো সাজুগুজু করে যান।

কিন্তু নিজের বাসায় কি সারাদিন এরকম সাজুগুজু করে বসে থাকেন নাকি??

না! তখন খালি গায়ে লুংগী পড়ে সারাক্ষন তা-তা-ধিন-তা করলেও আপনাকে কেউ কিছু বলবেনা।

একই ভাবে, নিজের পিসিতে( লোকাল সার্ভারে ) যা ইচ্ছা করেন সমস্যা নেই, কিন্তু সার্ভারে গিয়ে যেন দাপাদাপি না করেন! বলে দিলাম!

সুন্দর, পরিপাটি করে, তারপর আপলোড করবেন FTP client বা FTP সফটওয়্যার দিয়ে। তেমন একটি সফটওয়্যার হলো, FileZilla client.
ডাউনলোড করে সেটআপ দিন।
কিভাবে আপলোড করতে হয় সেটা একটা ছবিতে বলে দিয়েছি।

জুমলা কাস্টোমাইজেশনের মাধ্যমে আমরা একটি ওয়েবসাইট তৈরীর সব গুলো ধাপ শেষ করবো।
এ পর্বে সেটা দেখাতে পারলাম না বলে দু:খিত। আগামী পর্বে সেটা দেখাবো।
এরপরেও আরেকটা পর্ব থাকবে। ওয়ার্ডপ্রেস আর ড্রুপাল নিয়ে যেখানে টুকটাক কথাবার্তা থাকবে।
তারপর এ টিউটোরিয়াল শেষ!
...........................
টেম্পলেট ডিজাইন, কাস্টোমাইজ করা- এ টপিক নিয়ে পোস্ট দিবো তবে সেটা এই টিউটোরিয়ালের অংশ না।
সেটা আরো পরে।
.........................
অন্য পর্বগুলো পড়ার জন্য সূচীপত্রের সাহায্য নিন:
নিজের ওয়েবসাইট বানানো ( অবুঝ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উপযোগী টিউটোরিয়াল) সূচীপত্র
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:১৬