কে দিবে সেই উপদেশ? অবশ্যই আমি।আমি উপদেশ দেয়ার কে?
আজব রে ভাই।টিভিতে যারা টক শো করে তারা কি রাজনীতি করে কখনও? নিজে কিছু না পারলেও কথা কিন্তু দামী বলে।
পরীক্ষার আগে আপনি আপনার এডমিট কার্ড টি প্রিন্ট করিয়ে নিবেন।আপনাদের যা অবস্থা।পরীক্ষক এডমিট কার্ড দেখতে চাইলে নিজের স্মার্টফোন থেকে পরীক্ষক কে এডমিট কার্ড দেখিয়ে দিবেন।যদি সাইন করতে বলে তখনও হয়তো অন্য কোন এপস বের করে দিবেন।কারন আপনারা পারেন।আমরা পারি।আমাদের দ্বারা সব হয়।
পরবর্তীতে আরও একটি বড় সমস্যা হল পরীক্ষার সেন্টার।কারও পরেছে পোগজ স্কুল কারও বা সেই বংশালে।আমরা দাবী করতে পারতাম দেশের সব চেয়ে বড় একটি পরীক্ষা কেন অনলাইনে নেয়া হবেনা!! কেন!! কিয়ু!!
দাবী আদায় বিক্ষোভ পরে হবে।এখন আসল কাজে আসি।
যাই হোক এতো দূরে গিয়ে পরীক্ষা যেহেতু দিতেই হবে খুব সকালে, তাই আজ রাতটি নির্ঘুম কাটিয়ে দিন।প্রতিরাতে ৪ টায় ঘুমান ঠিক আছে।আজ ৩ ঘণ্টা একটু বারতি সজাগ থাকুন।সোনিয়া বললে কিন্তু ঠিকই থাকতেন।তবে কেন থাকবেন না?
দেখা গেল ৪ টায় ঘুমাতে গেলেন পরে ঘুম ভাংল দুপুর ১ টায়।
আর ফেসবুকে যে সমস্ত বিসিএস এর পেজ গুলি লাইক দিয়েছিলেন সেই পেজের আগের পোস্ট গুলি রিভিশান দিন।রাতের খাবার মেন্যুতে রাখতে পারেন ১ লিটার কোক আর হাফ লিটার পেপসি ,সাথে ২ টা এন্টাসিড ও খেতে পারেন।এক বেলা খাবার, হোক না একটু অন্যরকম।সকালে খালি পেটে থাকবেন।আলটাসোনগ্রাফি টেস্ট করাতে গেলে যেমন পেট খালি রাখলে ভাল তেমনি বড় ধরনের পরীক্ষায় পেট খালি রাখা ভাল।নিজেকে ভারমুক্ত মনে হবে।পরীক্ষায় বসার ঠিক আগ মুহূর্তে একটি বেনসন ধরাবেন।তবে আজ বেনসন লাইট।
দুশ্চিন্তা দূরীকরণ একটি ট্যাবলেট এর অর্ধেক অংশও খেতে পারেন।সম্পূর্ণ খেলে আপনি বাংলা আন্সার করেই ঘুমিয়ে পড়বেন।
অবশেষে যখন শুরু হবে সেই কাঙ্ক্ষিত পরীক্ষা...
ডানে বামে থাকাবেন দেখবেন কার সাথে সেট মিলছে।এক ক্ষেত্রে বেছে নিবেন কোন এক আপুকে।কারন আপুদের বেশি বিরক্ত করলে এক সময় না এক সময় আপনাকে উত্তর বলে দিবে।ছেলেরা গালি দিতে পারে।পরীক্ষা শেষে হাসিমুখে বের হবেন।কারন আপনার হারানোর কিছু নেই।আপনি কিছু পারেন না তো হারাবেন কি?কেউ যদি জিজ্ঞেস করে প্রশ্ন কেমন ছিল সহজ না কঠিন আপনি যথাসম্ভব এ ধরণের প্রশ্ন এড়িয়ে যাবেন।কারণ আপনি নিজেই জানেন না আসলে কেমন ছিল প্রশ্ন।একদম অপারগ হয়ে কূটনীতিক উত্তর দিতে পারেন।
যেমন "একদম গত বছরের মতই ছিল"
অবশেষে বাসায় আসার পথে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েই দিবেন
"ইয়েস বিসিএস,হয়ে যেতে পারে"
তবে কমেন্ট পেতে পারেন "তোর পেটে মুরগীর বাচ্চা হইতে পারে"
এ ধরণের সমালোচনা সহ্য করার মানসিকতা রাখবেন।
জানেনই তো দুষ্ট লোকের সংখ্যা অনেক বেশি।
আপনি আমি সে; সবাই দুষ্ট।
সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো যারা কাল বিসিএস প্রিলিতে অংশ নিবেন।
(ভালোবাসা হবে না অভিনন্দন?)
তানভীর মাহমুদুল হাসান