আপনারা যদি নির্বাচনের পর সংস্কার সত্যি করতে পারবেন তাহলে ৫৩ বছর পারেননি কেনো?
- উপদেষ্টা রিজওয়ানা হাসান
এই যে কয়েকদিনের মধ্যে এই কথাগুলো উঠছে এর মানে হলো আপাতত নির্বাচন হচ্ছে না ভাই। জনগনও চাই ডক্টর ইউনুস ই থাক। আমার টাইমলাইলে আমি একটি জরিপ করেছিলাম সেখানে ৯৯% ডক্টর ইউনুসের পক্ষে ।
সারজিসের সম্প্রতি একটি স্ট্যাটাস, আপনি কি মনে করেন এমনি এমনি দিয়েছি? ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।
এরপর কি হবে বলি? আস্তে আস্তে অন্যরাও আওয়াজ তুলবে। আওয়াজ বাড়তে থাকবে। আপনাদের মুখ বন্ধ করার জন্য মির্জা ফখরুলের 'আমরা আন্দোলনের সাথে নেই' টাইপ উক্তিগুলো কিছুদিন পর সমন্বয়করা যারা এখন এনসিপিতে তারা দোদারচ্ছে প্রকাশ করবে।
লিখে রাখেন ভাই। এগুলোই হবে। সমকাল যেরকম এখন ১০ টা নিউজ করলে তারমধ্যে ৩ টাতে প্রমাণ করতে চায় যে আপনারা চাঁদাবাজী করতেছেন, তখন অনেক মিডিয়া এমনি করবে।
আপনারা সেমাই চিনি খাওয়া শেষ হলে, অনলাইন মিডিয়া নিয়ন্ত্রণ যদি নিতে না পারেন হয়তো সামনে অনেক অপ্রত্যাশিত কিছু হতে পারে।
পৃথিবী রূপক মরডক স্টাইলে চলে গেছে আগেই। বাংলাদেশে এটা হয়তো নতুন। ওরা কি করে জানেন? আপনাকে মেরে প্রচার করতে থাকবে, আপনি মারছেন। এবার ৪০ টা মিডিয়া একসাথে একসময়ে প্রচার করতে থাকবে আপনি মারছেন। আপনি মারছেন!
কিছুক্ষণ পর দেখবেন সবাই বলতেছে, আপনি মারছেন। এভাবে পুরো বিশ্বে আমাদের মেরেও স্টাবলিশড আমরা টে'রোরিস্ট ।
সময় থাকতে নিজেদের সংস্কার করুন। পৃথিবী পাল্টে গেছে। ব'ন্দু'কের সামনে ত'লো'য়া'র চলে না। আপডেটেড হতে হবে।
নিম্নের ছবিটি প্রমাণ স্বরূপ দিলাম।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২৫ সকাল ১০:২৩