কলকাতা ভ্রমণ,দুর্গাপূজায় কলকাতায়।
*দুর্গাপূজায় কলকাতায়*
৫০০ টাকায় কিভাবে কলকাতায় দুর্গাপূজায় ঘুরে আসবেন আমি এমন কিছু লিখবো না।আমি যা করেছি দেখেছি খেয়েছি তা নিয়েই লিখবো।প্রথমত,স্বাভাবিক ভবেই বেনোপাল পার হয়ে একটা ক্যাব ভাড়া নিলাম যা নিয়ে যাবে হোটেল পর্যন্ত (মারকুইস স্ট্রিটে)।ঢাকায় থাকা এক ফ্রেন্ড এর কাছ থেকে ইন্ডিয়ান সিম আগেই নিয়ে নিয়েছিলাম।বনগাঁও এর পাঁশটায় আসতেই দেখা... বাকিটুকু পড়ুন
