
Fiction ব্যাপারটা বাংলাদেশের মানুষ খুব পছন্দ করে। বাস্তবের মুখোমুখি হতে এদের ভিষন ভয়। বানানো গল্প, বানানো ইতিহাস, বানানো ঘটনা এরা গিলে গিলে খায়... প্রতি ১০ জন মানুষের ভেতর থেকে খুব কম মানুষই পাওয়া যাবে যারা সত্যিকারভাবে দেশকে ভালোবাসে। দেশপ্রেমিকরা ফিকশনে বসবাস করে না; চরম প্রতিকূলতায়ও এরা অন্যদের সাথে নিজেদের মিশিয়ে দেয় না...। অথচ দু:খের বিষয়, এই দেশে দেশপ্রেমিকরা কেবল বিজ্ঞাপনেই হাতিঘোড়া মারে, বাস্তবে এদের খুঁজে পাওয়াটা দায়...
দেশে এখন চলছে মুক্তিযুদ্ধের হুজুগ। যে যেভাবে পারছে খ্যাতি কামাচ্ছে। দেশপ্রেমটা এখন আর মানুষের বিবেকের বিষয় নয়, এটা এখন বাণিজ্যিক ব্যাপারও বৈকি। জনসভায় যেয়ে দুয়েকটা ছবি তুলে ফেসবুক স্ট্যাটাস দিলেই মুক্তিযোদ্ধা হওয়া যায়!
অতএব, যদি কেউ বলে আমাদের পূর্বপুরুষ নেতারা সবাই (অথবা কিছু সংখ্যাক) ফেলনা ছিলো, ফ্রড ছিলো, দূর্নীতিবাজ ছিলো... তাদেরও একটা বিষয় মাথা রাখতে হবে; তাদের পরবর্তী প্রজন্মের কাছে তারা কি রেখে যাচ্ছে? ফেসবুকের দেশপ্রেম? শাহবাগের দেশপ্রেম? এই দেশপ্রেমটা দেশের কতোটা কাজে লাগছে? চৌমুখি মারামারি, ঘৃনা, ধ্বংস, খুন দেশমাতার গায়ে যে ক্ষত সৃষ্টি করলো সে ক্ষত শুকাতে কতো বছর সময় লাগবে?
যে রাজাকারদের নিয়ে এত হানাহানি সে রাজাকারদের কি রাতের অন্ধকারে পাকিস্থানী কায়দায় ব্যাবস্থা নেয়া যেত না? কিংবা যে জঙ্গী সংগঠন এসবের জন্য দায়ী সেটাকে পুরোপুরি বাংলাদেশ থেকে উচ্ছেদ করা যেত না? সবই হয়তো সম্ভব ছিলো কিন্তু এত শর্টকাটে কাজ সারলে দেশপ্রেমের প্রসার/ প্রচার হতো কিভাবে? তাই সবাই মিলেঝুলে দেশপ্রেমের লাড্ডু ভাগাভাগি করার মোক্ষম সুযোগ হাতিয়ে নেয়াটাই উত্তম!
দেশটার কথা যখনই চিন্তা করি মনটা খারাপ হয়ে যায়। দেশের জনগণ দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা মানুষ মানুষকে যখন তখন খুন করে ফেলছে, সহজেই! এই দেশের মানুষের রক্তে রক্তে দূর্নীতির বীজ রোপন হয়ে গেছে। এই বীজ ঠিক কতো বছর পর আমাদের রক্ত থেকে বিদায় হবে কে জানে! প্রতিটি সেক্টরে দূর্নীতি, সরকার করছে, মন্ত্রী মিনিষ্টার করছে, জনগণ করছে, এমনকি পাগলও করছে...। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো; মানুষ আগে দূর্নীতি করলে তাদের বিবেক হয়তো অনুশোচনা করতো। কেউ কেউ বিবেকের দংশনে আত্মহত্যাও করতো। এখন বিষয়টা বদলে গেছে। তাদের বিবেক আজ দূর্নীতিগ্রস্ত, অনুশোচনা করার কিছু অবশিষ্ট নেই।
ন্যাপলিয়ন বলেছিলেন, "তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব।" তিনি এই সময়ে বাংলাদেশে জন্মালে বলতেন, "আমাকে একজন দূর্নীতিমুক্ত মা দাও, আমি তোমাদের একটি দূর্নীতিমুক্ত জাতি উপহার দেব!"।