ব্লগার আর.এইচ.সুমন এর একটি কবিতা বা গান , যাই হোক খুবই সোন্দর কুনো সন্দেহ নাই .
জোছনা রাতে গানের সোপানে ভেষে..
চাঁদ চলেছে কোন সে অজানা দেশে..
থমকে থাকা ধোয়াটে সাজে..
জমাট বাঁধা পুরোনো সে শুর বাজে..
চোখ জুড়ানো স্বপ্ন মেলে ডানা..
অনেক কথা জেনেও হয়না জানা..
সময় শুধু মোমের মত পোড়ে..
ভাবনা গুলো মিথ্যে ডানা মেলে..
মনের মাঝে জমে সময়ের ধুলো..
রঙিন থাকে একান্ত সে স্মৃতিগুলো..
টুকরো করা প্রিয় ছবির মাঝে..
জমাট বাঁধা কষ্টগুলোও ভাসে..
নিঝুম রাতে প্রদ্বীপ জেলেছি তারার..
সময় হয়েছে সুখ তোমার ফেরার..।
এবার শুনুন অর্ণবের একটা গান
বৃষ্টি রাতে গানের মাটি ভেসে,
চাঁদ চলেছে অনেক দূর দেশে,
থমকে থাকা ধোঁয়াটে এস্রাজে
জমাট বাধা পুরনো সুর বাজে!
চোখ জোড়ানো স্বপ্ন মেলে ডানা,
অনেক কথা জেনেও হয়না জানা!
সময় শুধু মোমের মত পোড়ে ,
ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে!
হাত বাড়িয়ে বৃষ্টি ছোয়া গানে,
এমন রাতে ডাকিস যদি তুই,
খানিক দুরে চাঁদ হাসে যেখানে,
পুরনো সুর দুহাত ভরে ছুঁই!
কিছু মিল কি বুঝা যায় ? এখন আপনারাই বলুন
অর্ণবের গানটি শুনতে চাইলে ক্লিক করুন