জনৈক আমেরিকান নাগরিক কর্তৃক রাসূল (সাঃ) কে ব্যঙ্গ করে "মুসলমানদের নির্দুষিতা" নামে একটি ফিল্ম বানানো ও আমেরিকান টিভিতে তা প্রচার করার প্রতিবাদে আরব ও ইসলামী বিশ্বের সর্বস্তরের জনগণ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েছে। মিশরে, লিবিয়াতে, ইয়ামেনে এবং বিশ্বের মুসলিম অধ্যুষিত দেশগুলোতে বিভোক্ষ চলছে। মিশরের কায়রোতে আমেরিকান এ্যাম্বসীর সামনে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ চলছে। বিভোক্ষকারীরা পেস্টুনে "ইল্লা রাসূলুল্লাহ" (রাসূলের জন্য আমরা উৎসর্গিত) লিখে প্রতিবাদ জানাচ্ছে, নিন্দা জানাচ্ছে। তারা আমেরিকান রাষ্ট্রদূতকে বহিস্কার করার এবং ওয়াশিংটনের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবী জানাচ্ছে।
মিশরের শিয়া মতাবলম্বী মুসলমানেরা তাদের প্রতিনিধি সাইয়্যেদ শরীফ এর ভাষ্যে ঘোষনা করে, তাদের মহান নানাকে বিদ্রুপ করার ফলে বিশ্বযুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে। যার আগুনে আমেরিকাসহ গোটা বিশ্ব পুড়ে ছাই হয়ে যাবে। তারা আরো জানান, তাদের নানার ইজ্জত আব্রু নিয়ে বিদ্রুপ করার পরিনতি হবে অত্যন্ত মারাত্মক।
মিশরের সালাফী দলের নেতৃবৃন্দ প্রেসিডেন্টে মুরসীর সমালোচনা করে বলেন, তিনি আমেরিকার বিরুদ্ধে উপযুক্ত ভাষায় প্রতিবাদ জানাননি।
মিশরের ব্রাদারহুড আগামীকাল বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
লিবিয়ার জনগণ আমেরিকানদের বিরুদ্ধে বিক্ষোভের আগুনে জ্বলে উঠেছে। বিক্ষোভকারীদের একটা অংশ বিনগাজীতে আমেরিকান এ্যাম্বাসীর উপর হামলা চালিয়েছে এবং আমেরিকান রাষ্ট্রদূতসহ আরো তিনজন কর্মকর্তাকে হত্যা করেছে।
ফিলিস্তিনের পাল্টামেন্টের প্রতিনিধি, বিচার বিভাগের প্রতিনিধি এবং অন্যান্য নেতৃবৃন্দ এক যৌথ বিক্ষোভ সমাবেশে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানান। তারা মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে তীব্র প্রতিবাদ জানানোর দাবী জানান। ওআইসি, আরবলীগকে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানান। মুসলিম বিশ্বের সকল আলেমকে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশে এ ফিল্মের হোতা রাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। আজ জুমার নামাজের পর বিভিন্ন দেশে বিক্ষোভের কর্মসূচী রয়েছে।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০১