মৃত্যুর কারণ যখন কচ্ছপ:-
********************
প্রাচীন রোমের প্রখ্যাত নাট্যকার এসফাইলাস এর মৃত্যু হয়েছিল মর্মান্তিক ও বিচিত্রভাবে। তিনি খুন হয়েছিলেন এক কচ্ছপের মাধ্যমে।ঘটনাটি ঘটেছিল এভাবে। তিনি এক জলাশয়ের ধারে বসে গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন। এমন সময় এক ঈগল পাখি জলাভূমি থেকে মস্ত বড় এক কচ্ছপ ধরে উড়ে যাচ্ছিল তার মাথার উপর দিয়ে। এমন সময় কচ্ছপটি ঈগলের ঠোট থেকে খসে পরে এসফাইলাসের টেকো মাথায়। এই আঘাতেই তিনি মারা যান।
ছয়বার মৃত্যুবরণ:-
**********
ফরাসি সেনাবাহিনীতে সেকালে ব্যাপিস্ ডি মন্টমারিন ( Bapist -De -montmerin) নামে এক গেনারেল ছিলেন।অবিশ্বাস্য হলেও সত্য যে তিনি এক জীবনে ছয়বার মারা গিয়েছিলেন।
আসলে ঘটনা ঘটেছিল তিনি যুদ্ধে পাচবার গুরুতর আহত হয়েছিলেন। প্রত্যেকবার এমন হয়েছিল
যে ডাক্তারগণ তাকে মৃত বলে ঘোষণা করেছিলেন এবং প্রতিবারই সে আবার জীবিত হয়েছিলেন
সবাইকে অবাক করে দিয়ে। তিনি পাচবারই যমের দুয়ার থেকে ফিরে এসেছিলেন।সেনাবাহিনীতে
তিনি যখন মোট ৫৫ বছর চাকরি করেছেন তখনই এসব ঘটনা তার জীবনে ঘটে। অবশেষে সে৭৫ বছে বয়সে ১৭৭৯ সালে ৬ষ্ঠ এবং সত্যিকারভাবে মৃত্যুবরণ করেন।
মানুষ নিঝের যোগ্যতায় অনেক খিছুই নিয়ন্ত্রণ করেছে। কিন্তু মৃত্যু ? মৃত্যু সর্বকালে সবসময়ই ছিল ধরাছোয়ার বাইরে। তাইত মানুষের মৃত্যুতে এত ভিন্নতা।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:১৪