যাদের ডোনল্ড ট্রাম্পের মতন প্রসিডেন্ট আছে তাদের পাগল দেখতে অন্য কোথাও যাইতে হয় না্। প্রতিদিন টিভিতেই ট্রাম্পকে দেখে তারা।
২০২৫ সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন ট্যারিফ নীতি বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধাক্কা হিসেবে আবির্ভূত হয়েছে। ট্রাম্প ঘোষণা করেছেন যে, আমেরিকার বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর ‘পাল্টা শুল্ক’ বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হবে। এই নীতি অনুযায়ী, যে দেশ যত শতাংশ শুল্ক মার্কিন পণ্যের ওপর আরোপ করে, তার অর্ধেক হারে শুল্ক আরোপ করা হবে সেই দেশের পণ্যের ওপর। চীনের ওপর ৩৪% শুল্ক আরোপ করা হয়েছে এবং সেটা বর্তমানে বাড়িয়ে ১০৪% করছে। ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার ওপর ২০% এবং বিশ্বের সব দেশের ওপর ন্যূনতম ১০% শুল্ক আরোপ করা হয়েছে।
পুঁজিবাজারে সমস্যা ও বড় পরিবর্তন
ট্রাম্পের ট্যারিফ ঘোষণার পর থেকে বিশ্ব স্টক মার্কেটে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। আমেরিকার S&P 500 index গত ৩ এপ্রিল ২০২৫-এ প্রায় ৫% পতনের মুখ দেখেছে, যা ২০২০ সালের জুনের পর সবচেয়ে বড় একদিনের পতন। Daw Jons ইন্ডাস্ট্রিয়াল এভারেজ এবং NASDAC কম্পোজিট যথাক্রমে ১৩% এবং ২৩% কমেছে এই বছরে।
গত ৪৮ ঘণ্টায় আমেরিকার পুঁজিবাজার থেকে ৫ ট্রিলিয়ন ডলার উধাও হয়ে গেছে, যা ২০২০ সালের পর সবচেয়ে খারাপ পরিস্থিতি।
ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বড় বড় স্টক এবং ইটিএফ-এর দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। আমাজনের শেয়ার ৯% কমেছে, যার ফলে জেফ বেজোসের ১.৫৯ বিলিয়ন ডলারের লোকসান হয়েছে। টেসলার শেয়ার ৫.৫% পতনের মুখ দেখেছে, ফলে ইলন মাস্ক ১.১ বিলিয়ন ডলার হারিয়েছেন। ফেসবুকের মার্ক জুকারবার্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার সম্পত্তি থেকে ১.৭ বিলিয়ন ডলার কমেছে। এছাড়া, মাইকেল ডেল (৯৫৩ মিলিয়ন ডলার), ল্যারি এলিসন (৮১০ মিলিয়ন ডলার), এবং জেনসেন হুয়াং (৭৩৬ মিলিয়ন ডলার) এর মতো শিল্পপতিরাও বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ইটিএফ-এর ক্ষেত্রে, S&P500 ভিত্তিক ইটিএফ (যেমন SPY) গত দুই দিনে ১০% কমেছে। তবে সোনার দামে বৃদ্ধি দেখা গেছে।
ভূরাজনৈতিক অস্থিরতা এবং শুল্কযুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন। গত ৩০ দিনে সোনার দাম ৬৩.১৪ ডলার বেড়ে প্রতি আউন্স ২,৯৪৭.৯০ ডলারে পৌঁছেছে।
Stock Market এ দাম কম থাকলেই নাকি কিনতে হয়।
Gold, VOO, NVIDIA ১০টি শেয়ার/ইটিএফ এর দামও অনেক কমে গেছে। তাই বর্তমান দাম ও ৫ বছরের সম্ভাব্য প্রবৃদ্ধি মাথায় রেখে কিছু টাকা এখানে বিনিয়োগ করতে পারেন।
সোনা (Gold) এই দাম আরো কমতে পারে এবং সেটা ২৭০০ ডলাদের মতন নামতে পারে। তখন বিনিওগ করলে রিটান আরো বেশি আসবে।
বর্তমান দাম: প্রতি আউন্স ২,৯৪৭.৯০ ডলার।
৫ বছরের প্রবৃদ্ধি: গত ৫ বছরে সোনার দাম ১,৪৯৩.৮৮ ডলার কমলেও, বর্তমান অস্থিরতার কারণে আগামী ৫ বছরে এটি ৩,৫০০ ডলারে পৌঁছাতে পারে, অর্থাৎ প্রায় ১৮% বৃদ্ধি।
VOO (Vanguard S&P 500 ETF)
বর্তমান দাম: ধরা যাক ৪৫০ ডলার (১০% পতনের পর)।
৫ বছরের প্রবৃদ্ধি: ঐতিহাসিকভাবে এসঅ্যান্ডপি ৫০০ বছরে গড়ে ১০% বৃদ্ধি পায়। বর্তমান সংকট কাটিয়ে উঠলে ৫ বছরে এটি ৭৩০ ডলারে পৌঁছাতে পারে (৬২% বৃদ্ধি)।
এনভিডিয়া (NVIDIA)
বর্তমান দাম: ধরা যাক ১০০ ডলার (জেনসেন হুয়াং-এর ক্ষতি বিবেচনায়)।
৫ বছরের প্রবৃদ্ধি: এনভিডিয়া এআই এবং টেক সেক্টরে শক্তিশালী অবস্থানে আছে। ৫ বছরে এটি ৩০০ ডলারে পৌঁছাতে পারে (২০০% বৃদ্ধি)।
অ্যামাজন (Amazon)
বর্তমান দাম: ধরা যাক ১৬০ ডলার (৯% পতনের পর)।
৫ বছরের প্রবৃদ্ধি: ই-কমার্স ও ক্লাউড কম্পিউটিংয়ে অ্যামাজনের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। ৫ বছরে ৩২০ ডলার (১০০% বৃদ্ধি)।
টেসলা (Tesla)
বর্তমান দাম: ধরা যাক ২২০ ডলার (৫.৫% পতনের পর)।
৫ বছরের প্রবৃদ্ধি: ইলেকট্রিক গাড়ির বাজারে টেসলার সম্ভাবনা রয়েছে। ৫ বছরে ৫০০ ডলার (১২৭% বৃদ্ধি)।
মেটা (Meta)
বর্তমান দাম: ধরা যাক ৪৫০ ডলার (জুকারবার্গের ক্ষতি বিবেচনায়)।
৫ বছরের প্রবৃদ্ধি: মেটাভার্স ও এআই-এর সম্ভাবনা রয়েছে। ৫ বছরে ৮০০ ডলার (৭৮% বৃদ্ধি)।
এসপিডিআর গোল্ড শেয়ার (GLD)
বর্তমান দাম: ধরা যাক ২২০ ডলার।
৫ বছরের প্রবৃদ্ধি: সোনার দামের সাথে সামঞ্জস্য রেখে ২৬০ ডলার (১৮% বৃদ্ধি)।
আইশেয়ারস কোর এমএসসিআই ইমার্জিং মার্কেটস (EEM)
বর্তমান দাম: ধরা যাক ৪০ ডলার।
৫ বছরের প্রবৃদ্ধি: উন্নয়নশীল বাজারে প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ৫ বছরে ৬০ ডলার (৫০% বৃদ্ধি)।
মাইক্রোসফট (Microsoft)
বর্তমান দাম: ধরা যাক ৩৮০ ডলার।
৫ বছরের প্রবৃদ্ধি: ক্লাউড ও এআই-এর জন্য ৫ বছরে ৬৫০ ডলার (৭১% বৃদ্ধি)।
বাজারে কিছু স্টক আর ইটিফের দাম ১০% ও নিচে চলে গেছে এবং এইগুলির দাম অবশ্যই কিছু মাস বা বছর পরে আবার বেড়ে যাবে। তাই কিছু রিস্ক নিয়ে বিনিয়োগ করলে বিনিয়োগে ১০% থেকে ২৫% রিটান আসা সম্ভব।
দেশের বাইরে যারা থাকেন তাদের ব্যাংক বিভিন্ন ব্রোকারের মাধ্যমে বিনিয়োগ করার সুবিধা দেয়। তারা IBKR, ETORO এমন ব্রোকারের একাউন্ট করে ভবিষ্যদের জন্য অল্প অল্প বিনিয়োগ করে রাখতে পারেন।
আমার নিজের একাউন্ট ট্রাম্প আসার পরে ১৫.২০% লসে আছে। কিন্তু আমি NVIDIA র ১০টা স্টোক বর্তমানের ১০০$ এর নিচে থাকতে কিনবো।
এই বিষয়ে আরো জানতে চাইলে কমেন্ট করুন। কিভাবে বিভিন্ন মাকের্টে বিনিয়োগ করতে পারবেন, কি কি স্টক ভালো, কিভাবে এনালইজ করবেন এই সব নিয়ে আরো আলোচনা করবো।
আজ কোন ফী দিতে হবে না। তবে স্টক থেকে যেই লাভ আসবে তার ৫% পরামর্শ ফী হিসেবে দেবেন।
