এইবার শীতে আবহাওয়া গরম ছিলো মানে শীতের তুলনায় গরম , বেশি না তাপমাত্রা মাত্র ৫-৭*সে এ ঘুরাঘুরি করছে আর গত দুইদিন ধরে সেইটা ছিলো ০-১*সে আর আজকে সেইটা তুষারে পরিনত হয়ে তুলার মতো ঝরে পড়ছে।
কাজে ছিলাম হঠাৎ সিগারেট খেতে বের হয়ে দেখি তুষার পড়ছে। ভালোই লাগলো সিগারেট খেতে , সারা গা ভরে গিয়েছিলো তুষারে। কিন্তু তারপর জমাট হয়ে যাওয়া হাতটা সিগারেটের আনন্দ বরফ কইরা দিলো।
তুষারপাতের সময় মজার জিনিসটা হইলো তুষার বলের মারামারি। আজকের তুষার পাতের মজা টের পাইছি একটু পরেই।তুষারের কারনে টিউব বন্ধ হয়ে গিয়ে ভালো একটা ঝামেলার সৃষ্টি করছিলো। বাসের জন্য অন্তহীন অপেক্ষা।
আর কালকে তুষার জমাট বাধার পর শুরু হবে পিছলা খাওয়ার পালা। রাস্তা থাকবো পুরা পিছলা বরফ হইয়া।
উইকএন্ড নাইট , মাস্তি নাইট। সারা সপ্তাহের নীরবতা আজকে রাতে সাউন্ড বক্স দিয়ে জেমসে গানের মাধ্যমে বের হচ্ছে। মানে আজকে রাতে জোড়ে গান শুনলেও প্রতিবেশীরা কিছু কইতে পারবো না । তাই ওগোরে কিছু মান্নার মিয়ার তিতাস মলম এর দাওয়াইয়ের সাথে দুষ্ট ছেলের দল এর দেখা পাওয়াইয়া দিলাম , সাথে দিলাম কিছু মিরাবাঈ এর নাচ।
অনেকদিন পর লেখলাম তাও ভালো কিছু না বাচ্চা পোলাপানের মতো তুষার নিয়ে লাফালাফি। কবিরা বৃষ্টি দেখে কবিতা লেখে আর আমি তুষার দেখে লেখি আজাইরা দিনলিপি।
গত বছর তোলা কিছু ছবি দিলাম তুষারপাতের।
মেঘের দেশে
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৩৫