মেজাজটা খিচে আছে আজকে জনের রাস্তার ট্রাফিকের কারনে । পেশায় সে ট্যাক্সি ড্রাইভার। সাধারনত সে দিনে ড্রাইভ করে না । করে শুধু উইকএন্ডে রাতে। পার্টটাইম একটা চাকরিও করে সে একটা স্পোর্টসের দোকানে। কিন্তু বাজারে অস্থিরতার কারনে কাজ কমে গেছে তাই একরকম বাধ্যহয়েই আজকে দিনে বের হয়েছে সে। লন্ডনের মতো একটা আধুনিক শহরের এই ধীর ট্রাফিক দেখে সে খুবই হতাশ।
রাতে ড্রাইভ করলেও একটা খুব সমস্যা হয়না । লন্ডনে নাকি রাত হয়না ! আসলেই তাই এতো বেশি লাইট জ্বলে যে রাতটাকেই দিন বলে মনে হয়।
আজকেও চলছে জনের গাড়ী। রাত মনে হয় ভালো যাবে কারন অলরেডি তিনটা কাস্টমার পেয়ে গেছে সে। বাকি রাততো এখনো বাকি !
রেডিওতে গান শুনতে শুনতে আগায় জন। এখনোই পঙ্গপালের মতো ড্রাংক পাবলিক বের হবে নাইট ক্লাবগুলা থেকে।
ঐতো একজন হাত তুললো তার দিকে , ২৫ বছরের যুবতী হবে।
- ব্ল্যাকহিথ যাবেন প্লিজ ??
একবার ভাবলো জন , অনেকদূরের পথ কম করে হলেও দুই ঘন্টা লাগবে তাও রাজি হয়ে গেলো ।
- ওকে ঠিক আছে।
সুনসান রাস্তায় ছুটে চলে গাড়ী
চলতে চলতেই হঠাৎ লুকিং গ্লাস দিয়ে পিছনে তাকায় জন সাথে সাথেই আতকে উঠে , কেউ নেই পিছনে !!!!!!
আচমকা ব্রেক করে ঘাড় ঘুরিয়ে ভয়ে ভয়ে তাকায় সে । দেখে মেয়েটি অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। বোকা হয়ে যায় জন কিন্তু নিজের চোখকেও অবিশ্বাস হয় না। কি করবে ভাবতে ভাবতেই গাড়ী ছেড়ে দেয় আবার।
একসময় থামতে বলে মেয়েটি। চারিদিকে তাকিয়ে জন দেখে নির্জন রাস্তার ধারে পুরানো গির্জার পাশে কবরস্থানের পাশে থেমেছে সে। গা শিরশির করে উঠে তার। বিল দিয়ে একটা হাসি দিয়ে মেয়েটি চলে যায় রাস্তা থেকে কিছুটা দূরের একটা পুরানো দোতলা বাড়ীতে।
গাড়ী ঘুরিয়ে ফিরতি পথ ধরে জন। জানালার গ্লাস তুলে দেয় সে। কিচুদূর এসে অবাক হয় আবার দেখে এক মেয়ে হাত তুলে দাড়িয়েছে। এতো রাতে কি করে সে এমন একটা জায়গায় ভাবতে ভাবতে ব্রেক করে তাকায় মেয়েটির দিকে এবং তাকিয়েই মূর্ছা যায় জন ।
পরেরদিন হাসপাতালে ঘুম ভেঙ্গে দেখে পুলিশ বসে আছে। কিন্তু তার কথা শোনার পর আর বিশ্বাস করে না। জনের জোরাজুরির কারনে পুলিশ রাজী হয় সেই বাসায় যেতে।
দরজা খুলে দেয় এক বৃদ্ধা।
ঘরে ঢুকেই চিৎকার করে উঠে জন একটা ছবি দেখে দেয়ালে। বলে উঠে এইতো সেই মেয়ে !!!
বৃদ্ধা বলে উঠে তোমরা কি মার্থার ব্যাপারে কথা বলতে এসেছো???
হ্যা বলাতে বলে উঠে সে ..............................
দশ বছর আগে উইকএন্ডে জন্মদিনে পার্টি করতে যেয়ে গভীর রাতে বাসায় ফিরতে থাকে মার্থা । কিন্তু বাসায় পৌছার কিছু আগেই গাছের সাথে ধাক্কা খেয়ে মারা যায় সে। ( সেই জায়গায় যেখানে জন মার্থাকে দ্বিতীয়বার দেখেছে )। তারপর থেকে সে প্রতি উইকএন্ডে ফিরে আসে , নিজের গাড়ীতে না ট্যাক্সিতে করে
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৫:৩৬