- প্রেম করবি???
তুর্যর সরাসরি প্রশ্ন শুনে একটু থতমত খেয়ে যায় শিয়া। সামলে নিয়ে বলে - মজা কম ল।
- মজা না আমি সিরিয়াস , মুখে একটা শয়তানি হাসি নিয়া বলে তু্র্য।
- তোর সিরিয়াসনেস আর কুকুরের সোজা লেন্জা দেখা এক কথা। পাল্টা একটা বিটকেলে হাসি ফেরত দেয় শিয়া।
- ধুর তুই এখনো দাদি রইয়া গেলি। সময় থাকতে নিজেরে বদলা।
- হ বুচ্ছি , তোর মতো বাংলালিংক হইতে হইবো না আমার।
- যা ভাগ ,
বলে হাটা দেয় তুর্য , চেয়ে থাকে শিয়া আর ভাবে এমন কেন রে তুই??? তোরে কত ভালোবাসি তাইতো বুঝলি না কখনো। হয়তো বুঝবিও না।
তুর্য আর শিয়া অনেক ভালো বন্ধু। যদিও বন্ধুত্বটা হয়েছে তুর্যর স্কুলের ফ্রেন্ড তাশার মাধ্যমে। তাশা আবার ভালো করেই জানে তুর্য কেমন ছেলে এখন যেমন জানে শিয়া। তুর্যর মতে সে কখনোই সিরিয়াস রিলেশনে জড়াবে না কারো সাথে। কাউকে ভালো লাগলে সরাসরি বলে প্রেমের কথা কিন্তু যখনই বলে সে সিরিয়াস না তখনই ঐ প্রেমের শেষ দেখা হয়ে যায়। তুর্য কোনো মেয়ের সাথেই প্রেম করছে না কারন এই বোকার মতো সিরিয়াস না হওয়ার সিরিয়াসনেস।
শিয়া আর তুর্যর ২ বছরের বন্ধুত্বের শুরুর দিকেই তুর্যর প্রতি একটা টান অনুভব করে শিয়া। তুর্যটা অনেক বেশি বোকা। কলেজ লাইফের সেই প্রেমটার ব্রেকআপের কারনে প্রেমের ব্যাপারে সে তার চিন্তা ভাবনা চেন্জ করে ফেলেছে। প্রেম করবে কিন্তু সিরিয়াস না। আর সে কতো বড় বোকা যে কাউকে ভালো লাগলে প্রেমের কথাও বলবে সাথে বলবে তার লক্ষ্যের কথা। আজব এই ভাবে বললে কি কেউ প্রেম তোর সাথে??? এই কথাটা হাজারবার বলেছে সে তুর্যকে । কিন্তু কে শুনে কার কথা। কেন যেন নিজের ভালো লাগার কথাটাও বলতে পারে নি শিয়া আজও।
গত কয়েকদিন ধরেই তুর্য শিয়ার পিছনে লেগেছে। শিয়া যতই বলে তোর মতো করে আমি প্রেম করতে চাই না ততই তুর্য বলে তুই বোকা । আধুনিক হ। জীবনতো একটাই । হয়তো ঠিক বলছিস , ভাবে শিয়া।
মালন্চতে বসে আছে শিয়া , তুর্যর অপেক্ষায়। মাঝখানে তাদের মাঝে কেমন যেন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আজকে সেই তুর্যকে ডেকেছে ডিনার করবে একসাথে আর কিছু কথাও বলবে। তুর্যর খুব পছন্দের রেস্টুরেন্ট এটা , শুধু মাত্র এদের তান্দুরি চিকেনের জন্য।
অবশেষে তার সময় হলো আসার। আসতেই ফোড়ন কাটলো শিয়া
- কিরে কার সাথে ঘুইরা আসলি , এতো সময় লাগলো ???
- আছে কেউ একজন তবে তোর মতো দাদি-নানি না।
- হুম বুঝলাম ...... একটু গম্ভীর হয়ে যায় শিয়া
- এখন বল কি বলার জন্য এতো আদর আপ্যায়ন করে ডেকে আনলি?? আর মুখটা এমন প্যাচার মতো হয়ে গেলো কেন??? প্রেমে পড়ছিস নাকি আমার ???
- পড়ি নাই এখনো তবে পড়বো বলে ডিসিশান নিছি।
- বাহ বাহ বাহ , তাইলেতো আজকে ফুল চিকেন চলবো।
- খা , তোরে না করছে কে??
- আচ্ছা যাই হোক এতো দিনে তোর মতি হইলো।
- হইছে অনেক আগেই। আচ্ছা যাই হোক তোরে যে জন্য আসতে বলছি। আমি ঠিক করছি প্রেম করবো তোর মতোই , মানে কোনো সিরিয়াসনেস থাকবে না।
- এইটাই তোরে এতোদিন বুঝাইতে চাইছি।
- থাম তুই । প্রেম আমি তোর মতোই করবো তবে অবশ্যই তোর সাথে না , অন্য কারো সাথে। যে প্রেমের কোনো ডেস্টিনশন থাকবে না। কি বলিস , ঠিক করছি না??? বলে চেয়ে থাকে তুর্যর দিকে।
- কথা বলবে কি তুর্যর গলায় তখন ড্রিংকসটা আটকে গেছে
................................................................................................
-------------------------------------------------------------------------------
গল্পের ভাষাটা এখনকার মিক্সচার ভাষার মতো হয়ে গেছে গল্পের কারনেই। কারো ভালো না লাগলে দুঃখিত।
মেঘের দেশে।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১১ রাত ২:২৬