কোক, পেপসি বা অন্যান্য খাবার কিংবা কসমেটিকসের আমেরিকান পণ্য আমরা বয়কটের ডাক দিয়েছি, ইজরায়েলি পণ্য বলে। যদিও এর মধ্যে সবগুলো ইজরায়েলিই তো নয় ই, আমেরিকান পণ্যও নয়।
এসব নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা না থাকাটাই স্বাভাবিক। তবু আমেরিকা যদি আমাদের পণ্য বয়কট করে?
শুধুমাত্রা গত বছর বাংলাদেশ থেকে আমেরিকা, গার্মেন্টস বা এপারেল রপ্তানি করেছে ৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৮,৯১,৭৪,৭০,৮৬,২০০ টাকা। বাংলাদেশ গত বছর সবচেয়ে বেশি কাপড় রপ্তানি করেছে আমেরিকায়। প্রতি বছরই তা করে।
এখন কোনো কারণে যদি পাগলা ট্রাম্পের মাথায় কেউ দেয়, বাংলাদেশকেও বয়কটা করা দরকার? তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে?
আরেকটা বিষয়, ফেসবুকে ঢুকলে দেখি, অনেকেই বলছে, ইজরায়েলের প্রতি না-কি অনেক বাঙালি দরদ দেখাচ্ছে বা এই হত্যাকাণ্ডকে সাপোর্ট করছে। আদৌ কেউ তা করছে?এমন প্রমাণ আছে?
এখন এখানে ইহুদিরা এভাবে অসহায় মুসলমানদের না মেরে যদি, অন্য কোনো ধর্মাবলম্বিরা যদি অন্য আরেক ধর্মের কাউকে বিনা অপরাধে মারত, তার জন্য কি মানুষের খারাপ লাগত না? প্রতিবাদ করত না?