রোবট বিষয়ে আমাদের ধারণা বা কর্মবিস্তৃতি সীমাবদ্ধ হলেও উন্নত বিশ্বে রোবটচর্চা এখন সংস্কৃতি।জাপান,চীন প্রভৃতি দেশের রোবটচর্চার কথা সবারই জানা।এখন পৃথিবীর বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিত হচ্ছে নানান রোবটিক প্রতিযোগিতা।Robocup,Micromouse Contest,Fire Fighting Robot Contest,Robocon ইত্যাদি।
এই স্রোতের ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে Line Tracking Robot Competition,"RMA Roborace".আগামী ২২-২৪ ডিসেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে International Conference on Mechanichal Engineering & Renewable Energy”(ICMERE) কে সামনে রেখে আন্তঃবিশ্ববিদ্যালয় Line Tracking Robot Competition অনুষ্ঠিত হবে । আয়োজনে Robo Mechatronics Assosiation(RMA),CUET. দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট চব্বিশটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এ রোবট দৌড় । দলগুলো -
১)BUET(4)
2)IUT(4)
3)KUET(3)
4)RUET(1)
5)MIST(1)
6)DU(1)
7)AUST(1)
8)Premier University(1)
9)CUET(8)
৯২-৫৬ বর্গফুট ক্ষেত্রফলের গেমফিল্ডে একসাথে দুটো টিম অংশগ্রহণ করবে । মোট ৫ পর্বে খেলা হবে,প্রথম পর্ব ২২ তারিখ,চূড়ান্ত ম্যাচগুলো ২৩ তারিখ । বিজয়ী দলের জন্য থাকছে ল্যাপটপ,প্রথম ও দ্বিতীয় রানার আপের জন্য যথাক্রমে PLC(Programable Logic Controller) ও Microcontroller Loader.
প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক দলের সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করবে RMA.
অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ ।
(প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে )
এ আয়োজন যে নতুন সম্ভাবনার সূর্য সৃষ্টি করল,তা আলোকিত করুক পুরো দেশকে । বিজয়ের মাসে তা হয়ে থাকুক অগ্রযাত্রার নতুন মাইলফলক হিসেবে।
চলুন একটু কল্পনায় ঘুরে আসিঃ
সময়- রাত ৮টা ৬ মিনিট
২৩ ডিসেম্বর,২০১১
স্থান-চুয়েট রোবোস্কয়ার গ্রাউন্ড।
শীতের রাত্রি।আকাশে লক্ষ তারা,ঘুটঘুটে অন্ধকার চারদিকে।শুধু ২২°২৭' উত্তর ও ৯১°৫৮'দক্ষিণ অক্ষাংশে
অবস্থিত চুয়েট রোবস্কয়ার গ্রাউন্ড ফ্লাডলাইটের আলোয় উজ্জ্বল । এ শীতেও সবাই ঘামছে,উত্তেজনায় ।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৫