একদম শুরুতে আমি এই বিষয়টা নিয়ে কিছু লিখতে চাইনি; কারও কাছে কোন জিজ্ঞেসাও ছিলনা আমার।ছিলনা কোন অনুরোধ অথবা কাকুতি মিনতি। ব্যাপারটা আমি স্বাভাবিক ভাবেই গ্রহণ করেছিলাম। আর ধৈর্য ধরে সবকিছু পর্যবেক্ষন করেছি। কোন কিছু পাওয়ার আশা না করেই। এখনও কিছু আশা করিনা .....
বেশ কিছুদিন ধরেই ব্লগ উত্তপ্ত ছিল মডারেশনজনিত ঘটনা-দূর্ঘটনা নিয়ে। পক্ষে-বিপক্ষে অনেক পোস্টই এসেছে। মডারেটরদের সাথে মতের অমিল ও তাদের মডারেশনের খড়গে পরে অনেকেই সামুকে কোরবানি করে অন্য কোথাও আশ্রয় নিয়েছেন। সেইসাথে অসংখ্য অজানা-অচেনা নিকের হাস্যজ্জ্বল উপস্থিতি দেখা গেছে।দূর্মুখেরা বলে এরা মডারেটর ও তাদের পোষ্য রেসিডেন্ট ভাঁড়দের আশির্বাদপুষ্ট।অবশ্য ইতিমধ্যেই এদের অনেকেরই লেঞ্জা ও ছাগইল্যা দাঁড়ি বের হয়ে গেছে;প্রকাশ পেয়েছে একটি বিশেষ ছাগুসম্প্রদায়ের প্রতিনিধি এরা অথবা বলা যায়,"পুরনো ছাগু,নতুন নিকে".... আমার তেমন কিছু বলার নেই এদের সম্পর্কে,নেই কোন ক্ষোভ;কিন্তু আছে একরাশ হতাশা ও বিরক্তি.....
তবে আমার ঘটনা আরও বেশ কিছুদিন পুরোনো। ৬ মাসের বেশি হবে হয়তো....।ব্লগার হিসেবে আমি অতিসাধারণ একজন। আমার নেই তেমন কোন পরিচিতি,নেই আমার লেখার হাত। তাই নেই কোন শুভাকাংক্ষী।কিন্তু কিছু,কিছু ব্যাপারে (যেমন ছাগু ও নব্য রাজাকারদের বিরুদ্ধে) আমি সবসময়ই ছিলাম উচ্চকন্ঠ ও প্রতিক্রিয়াশীল। আর আমার প্রতিবাদী কন্ঠস্বর ছিল আমার করা কমেন্টগুলো। যাইহোক, নির্বাচন পরবর্তী সময়ে আমরা সবাই খেয়াল করেছি যে পুরোনো সব চিহ্ণিত ছাগু ও রাজাকারদের পলায়ন ও নতুন নতুন সব নিকের মাধ্যমে তাদের আত্মপ্রকাশ।এদের অনেকেই এখন আবার হাওয়া....এই ছাগুদেরই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী কিছু পোস্ট ও কমেন্টের প্রতিবাদ স্বরূপ মডারেটরদের কাছে বেশ কিছু রিপোর্ট আমি তখন করেছিলাম। তাদের বিরুদ্ধে মডারেটররা কী পদক্ষেপ নিয়েছিল জানিনা,কিন্তু আমাকে তা নিয়ে ২বার জেনারেল করা হয়। ২য়বার করা হয় নিরাপদ হবার ১ দিনের মাঝেই।কী কারণে ও ঠিক কোন টপিকে আমাকে তা করা হয় তা তারা কখনই উল্লেখ করেনি।আমিও এগুলো নিয়ে বিন্দুমাত্র চিন্তিত ছিলাম না।বরং জেনারেল হয়েও আমি একারণে খুশি ছিলাম যে আমি আমার প্রতিবাদ করতে পেরেছি;সুশীলদের মত নিজের বিবেকের কাছে হেরে যাইনি। এটা মার্চ এপ্রিলের ঘটনা। এরপর জুন মাসের দিকে হবে হয়তো,কোন এক ছাগুর ব্লগে প্রতিবাদ করতে গিয়ে আমাকে কঠোর শব্দ ও বাক্য ব্যবহারের জের ধরে আমাকে ব্লক করা হয়। কারণ হিসেবে তারা শুধু আমাকে নোটিশ করে জানায় যে ৩খ রুল ভঙ্গের অপরাধে আমাকে ব্লক করা হয়েছে ও আমার ফ্রন্টপেজ ও কমেন্ট ব্যান করা হয়েছে ও আমার স্ট্যাটাস ওয়াচে রাখে। ২মাস ধরে তারা আমাকে ওয়াচ থেকে জেনারেল ও জেনারেল থেকে নিরাপদ করে। কিন্তু আশর্যজনকভাবে আমি তখন খেয়াল করি আমার স্ট্যাটাস নিরাপদ ব্লগার হলেও( যার পোস্ট সরাসরি প্রথম পাতায় আসার কথা) আমার ফ্রন্টপেজ ও কমেন্ট তখনও ব্লক করা,এমনকি আমার নিজের ব্লগেও!!! এইটা নিয়ে আমি তখন একটি পোস্ট দেই,যেখানে আমার নিজের কমেন্ট করার অধিকার ছিলনা। যাইহোক,এরপর আরও ২ মাস পর ব্লগার জটিলের পরামর্শে মডারেটরদের মেইল করে এখনও কেন এই অবস্থা রয়েছে জানতে চাই। এক এক করে ৪ টি মেইল আমি করি।কিন্তু কোন উত্তর আমি পাইনি।আমার প্রশ্নগুলো ছিল খুবই সাধারণ...কেন এখনও আমাকে ব্লক করে রাখা হয়েছে,যেখানে আমার স্ট্যাটাস নিরাপদ এবং আর কতদিন তারা আমাকে এভাবে রাখবেন কিংবা আদৌ তারা আমাকে ফ্রন্টপেজ ও কমেন্টের অধিকার ফিরিয়ে দিবেন কিনা ও যদি তারা তা ফিরিয়ে দিতে আর ইচ্ছুক না হন,তবে যেন তা আমাকে মেইল করে বা নোটিশ পাঠিয়ে জানিয়ে দেন। কিন্তু তারা কোন কিছু তো জানালোও না বরং এরপর যা করলো তা চরম হাস্যকর ও অপমানজনক। তারা পুনরায় আমাকে নোটিশ পাঠালো যে আমাকে রুল ভায়োলেশনের জন্য ফ্রন্টপেজ ও কমেন্ট ব্যান করা হয়েছে ও সেই সাথে হাস্যকরভাবে আমার স্ট্যাটাস আবারো ওয়াচে নিয়ে গেল !!!! এই অবস্থা দেখে আমি ১০ মিনিট হেসেছি ও তাদের কাছে আর কোন মেইল আমি আর করিনি, ইচ্ছেও করেনি;মনে হয়েছে এদের পিছনে শুধুই আমার সময় নষ্ট করার কোন মানে নেই।এটা অক্টোবর মাসের কথা। এরপরের ঘটনা আরও হাস্যকর ও বিভ্রান্তি মূলক।তখন তারা নীতিমালায় পরিবর্তন এনে কমেন্ট ব্যান যাদের তাদেরকে নিজের ব্লগে কমেন্টের অধিকার দেয় ও নতুন ব্লগ খোলা ও তাদের ফ্রন্টপেজ অ্যাক্সেস সক্রান্ত নিয়ম পরিবর্তন করে। ।আর এইসময়ের ভিতরেই আমরা দেখেছি যে কিভাবে মডারেটরের কোপানলে পরে অনেকে পুরোনো ব্লগার ব্যান হয়েছেন ও অসংখ্য নতুন ব্লগার অতিসহজেই ফ্রন্টপেজ অ্যাক্সেস পেয়ে সঙ্কলন পাতা কিভাবে মিসইউজ করেছে বা করছে।এরমাঝে তারা আমাকে নভেম্বরের প্রথম সপ্তাহে জেনারেল করে ও গত শুক্রবার পুনরায় আমাকে নিরাপদ করে; কিন্তু এবারো আমার ফ্রন্টপেজ ও কমেন্ট ব্যান করে রেখেছে;কিন্তু কোন কারণে ও কেন তা আজও তারা আমাকে জানায়নি ও আদৌ করবে কিনা তাও বলেনি .....যদিও এখন আমার তা জানার খুব একটি আগ্রহ বর্তমানে নেই,তারপরও ভদ্রতা ও সৌজন্যবোধ বলে একটি কথা থেকে যায়.....যা আমি মডারেটরদের থেকে আমি পাইনি....
এবার আমার নিজস্ব কিছু ভাবনা আমি সামুর মডারেটর,রেসিডেন্ট ও সাধারন ও অসাধারন ব্লগারদের সাথে শেয়ার করতে চাই.... "মডারেটরবৃন্দ ,ব্লগ আমার কাছে একটি খোলা মাঠ;আপনারা হয়তো এই মাঠের মালিক,কিন্তু ব্লগারদের প্রতি আপনাদের ভূমিকা বা আচরণ এখানে মালিকের মত হওয়া উচিত নয়।আপনাদের ভূমিকা হওয়া উচিত স্বচ্ছ ও নিরপেক্ষ; বলতে পারেন যেকোন খেলার রেফারি বা আম্পায়ারদের মত। আপনারা হয়তো জানেন যেকোন খেলাধূলায় মাঠের রেফারি বা আম্পায়ার যদি তার স্বচ্ছতা ও নিরপেক্ষতা হারায় ও মাঠের মালিকের মত আচরণ করে তখন সে খেলা আর খেলা থাকেনা,হয়ে যায় চরম ভাঁড়ামি।এভাবে হয়তো খেলায় জয়ী হওয়া যায়,কিন্তু তা সন্মানের হয়না;বরং চরম ঘৃণিত হতে হয়।তাই বলতে চাই,এভাবে হয়তো আপনি ব্লগ টিকিয়ে রকখবেন,কিন্তু সেটা আর ব্লগ থাকবে না,হয়েযাবে ভাঁড়ামির স্থান;আর আমরা ব্লগে আপনাদের ভাঁড়ামি কাম্য করিনা....."
সবাইকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা.........