আজ আমার সিলেট যাবার কথা ছিল কিন্তু হরতালের জন্য সিলেটে যেতে পারি নি। লস হয়নি। বরং ঢাকার প্রোগ্রামটায় যোগ দিতে পেরেছি।
৪র্থ বাংলা ব্লগ দিবসে যাব যাব করে যাওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত এক ব্লগার ভাই’র কল পেয়ে চলে গেলাম সোজা লেকচার থিয়েটার বিল্ডিং এর কাছে। রিক্সা থেকে নেমেই চা খেয়ে হলে চলে গেলাম। দেখি সবাই আড্ডা মারছে। আমি আর একা থাকব কেন। সবার সাথে পরিচয় হল। মডুদের সাথে সরাসরি সাক্ষাত হল। জানা আপুকেও দেখলাম প্রথমবারের মত। বেশ ভালই কাটল আজকের দিনটা।

রাস্তায় জ্যাম দেখে বুঝেছিলাম আজ সবার আসতে দেরি হবে আর দেখলাম আসলেই সবার দেরি হয়েছে। জানা আপুতো আজকে ফুল ধরা খেয়ে গেছেন জ্যামে পরে।

পুরো অনুষ্টানের মধ্যে ছোট্ট নাটকটা ওনেক ভাল লেগেছে। বাকিটাও ভাল লেগেছে। তবে আরোও কিছু যোগ করা যেত।
যাই হোক আমি তাদের ধন্যবাদ দিব যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে অনুষ্ঠানকে সফল করেছেন।
আমি ভাল একটা লিখতে পারি না তবুও আজ লিখলাম। আর কিছু ছবি দিতে চাইছিলাম কিন্তু সামু’র সার্ভার অনেক স্লো। এই পোস্ট দিতেই খবর হয়ে গেছে আর ছবি দিলেত কথাই নাই।

সারা দেশে সহ বিশ্বের অনেক দেশেই নাকি ব্লগ দিবস উসযাপন করা হয়েছে। আপনাদের কেমন কাটল?
সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা।
