শাহবাগ চত্ত্বরে যুদ্ধপরাধীদের বিচারের দাবীতে গণজাগরণ মঞ্চের রোমাঞ্চকর যাত্রা শুরু হয়েছিল। সে চত্ত্বরের দাবি আদায় পরিপূর্ণ হইবার পূর্বেই ইসলামী চত্ত্বর সৃষ্টি হইয়াছে! আমি গাধা বলিয়া আমার বিচার বিবেচনা কম কিন্তু লোকমুখে শোনা এইসব চত্ত্বর পলিটিক্সের ট্রিক্সে আক্রান্ত হইয়াছে।




প্রেম চত্ত্বরঃ এ চত্ত্বরে আমাদের দেশের লুল ভাই ব্রাদাররা এসে সমাবেত হইয়া শান্তিপূর্ণভাবে প্রেম করিবার দাবী উপস্থাপন করিবেন। এখানে রিকশা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে যুবক সম্প্রদায়কে বিক্ষোভ করিতে দেখা যাইবে। কপোত-কপোতীদের জন্য উন্নত মানের বাস সার্ভিস চালু করার দাবী এই চত্ত্বর হইতে আসিবে বলিয়া বিশ্বাস। উন্নত বাস সার্ভিস চালু হইলে তাহারা সিএনজিতে চড়িয়া অতিরিক্ত ভাড়া প্রদান হইতে মুক্তি পাইবেন। তাছাড়া রেস্টুরেন্টে কপোত-কপোতীদের বিরাট মূল্য ছাড় দেওয়ার মহান দাবী গৃহিত হইবার যথেষ্ট সম্ভাবনা আছে! স্থানে স্থানে নয় বরং বিশেষ স্থানে যেমন ধানমন্ডি লেক, টিএসসি এইরুপ যায়গায় প্রেম চত্ত্বর স্থাপিত হইবে।


ছ্যাঁক চত্ত্বরঃ শুধু যাহারা প্রেম করিবেন তাহারাই চত্ত্বর বানাইবেন ইহা আমাদের দেশের ছ্যাঁক খাওয়া ভাই-ব্রাদাররা মেনে নিবেন না মনে হয়।




ঘুষ চত্ত্বরঃ বিভিন্ন অফিস পাড়ায় এবং পুলিশ ফাঁড়িগুলোতে এ ধরণের চত্ত্বরের ব্যবস্থা করা যেতে পারে। এ চত্ত্বরের মূল মন্ত্র হবে সবাইকে ঘুষ প্রদানে উজ্জিবীত করিয়া একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা!


দূর্নীতি চত্ত্বরঃ দূর্নীতি দমন কমিশনের সামনে এ চত্ত্বর প্রতিষ্ঠিত হতে পারে। এ চত্ত্বরের প্রধান কাজ হবে জনগণকে এটা বোঝানোই যে দূর্নীতি নিয়ে কেউ যেন হাউকাউ না করে! বাঙ্গালিরা দূর্নীতিতে পুনরায় নিজেদের শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার আগ পর্যন্ত দূর্বার আন্দোলন এ চত্ত্বর হইতে সম্পন্ন হইবে।


লোডশেডিং চত্ত্বরঃ ইলেক্ট্রিসিটি চলিয়া গেলে অলিতে গলিতে এ ধরণের চত্ত্বরের ব্যবস্থা করা যেতে পারে। এ চত্ত্বর হইতে লোডশেডিং এর পরিমাণ বাড়াইয়া দিয়া জনগণকে বাইরে ঘুড়িয়া প্রাকৃতিক বাতাস খাইয়া পরিবারের সাথে কিংবা বন্ধুবান্ধবদের সাথে বেশি সময় কাটাইবার দাবী উপস্থাপিত হইতে পারে।


হিন্দি সিরিয়াল চত্ত্বরঃ এ চত্ত্বর বাঙ্গালী বয়স্কা আন্টিরা স্থাপন করিবেন। বাসায় উনাদের হাজবেন্ডদের হিন্দি সিরিয়াল দেখিবার সপক্ষে দূর্বার আন্দোলন গড়িয়া তোলাই এ চত্ত্বরের মূল দাবী হইবে। প্রায় প্রতিটি গৃহ হইতেই এই চত্ত্বর গঠিত হইবার সম্ভাবনা দেখা যাইবে।


নকল চত্ত্বরঃ প্রতিটি স্কুলের বিপ্লবী ছাত্র- ছাত্রীরা স্কুলে স্কুলে নকল চত্ত্বর গঠন করিবে। এই চত্ত্বর হইতে নিরাপদে নকল করার দাবীতে মিছিল বাহির হইবে। তবে ছাত্ররা নকলের বিরুদ্ধে অবস্থানকারী শিক্ষকদের ফাঁসি চাইবেন না বলিয়াই বিশ্বাস!


লুঙ্গি চত্ত্বরঃ বারিধারাতে লুঙ্গি পড়িয়া রিকশাওয়ালাদের প্রবেশ নিষেধ হওয়াতে দেশের আপামর লুঙ্গি প্রিয় জনতা বারিধারার গেটে লুঙ্গি চত্ত্বর গঠন করিবেন।


ক্রিমিনাল কেস চত্ত্বরঃ ফেসবুকের নতুন আমদানীকৃত ক্রিমিনাল কেস গেমখানা সবাই যেমুন ভাবে খেলা শুরু করিয়াছেন অচিরেই দেশের সকল রিয়েল লাইফ ক্রিমিনালগণ তাহাদের ক্রিমিনাল-অনুভূতিতে আঘাত হানিবার কারণে রাজপথে নামিয়া আসিয়া ক্রিমিনাল চত্ত্বর গঠন করিবেন। উল্লেখ্য, যাহারা ফেবুতে এই ক্রিমিনাল অনুভূতিতে আঘাত হানিবেন তাহাদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত রিয়েল লাইফ ক্রিমিনালগণ রাজপথে লাগাতার বিক্ষোভ করিবেন।



দেশকে উন্নতির স্বর্ণশিখরে লইয়া যাইতে এইরূপ আরও নানাবিধ চত্ত্বর গঠন করিয়া দেশের মানুষজন আরও নানান চত্ত্বর গঠন করিয়া মৌলিক দাবীবলি জনসম্মুখে প্রকাশ করিবেন বলিয়া আশা রাখি।


