আমার মাঝে কষ্ট জমে গেলে
আমি সেটা সেঁউতি দিয়ে উঠাই না,
বরং আমি কাঁদি।
কাঁদলে কষ্ট কিন্তু শুঁকোয় না-
কষ্ট আরও বাড়ে!
তুমি জানো তো-
পানি না থাকলে নৌকা যে ভাসতে পারে না?
পারে কি?
তুমি তো সেই নৌকা, যে আমার কষ্টে ভাসো!
তাহলে কষ্ট কিভাবে শুঁকোই বলো!
তোমার কাছে একটা দখিনের বারান্দা চাই,
অনেকদিন ধরে।
ফুল দিয়ে সাজালেই ফুলশয্যার রাত হয় না যে।
সেজন্য, তোমার আর আমার মাঝে
ভালবাসা থাকাটা জরুরী!
দখিনের বারান্দায় দাঁড়িয়ে, আমার হাতে তোমার হাত রাখাটা জরুরী!
কতদিন,
একলা থাকা চাঁদের জ্যোৎস্না দেখেছি-
সেখানে তোমার না থাকার আক্ষেপ রেখেছি।
কী লাভ হলো বলো?
সবার জ্যোৎস্নায় রঙ লাগলেও
আমার জ্যোৎস্নায় তো শুধু তোমার প্রতীক্ষাই রয়ে গেল!
প্রতীক্ষা, রঙের মাঝে হয় না।
প্রতীক্ষার জন্য,
এক আকাশ মূর্ত আঁধারের দরকার হয়...।
প্রতীক্ষার জন্য,
আকণ্ঠ নরম কষ্টের দরকার হয়...।
আমি সেই কষ্টকে
আমার মাঝে নিরন্তর বাড়তে দেই।
তুমি জানো তো-
পানি না থাকলে নৌকা যে ভাসতে পারে না?